সিনে জগতের সুপার স্টার থেকে শুরু করে ভক্তদের মনে ঝড় তোলা ধক ধক গার্ল কার গলায় দেবেন মালা! এমনই প্রশ্ন নব্বইয়ের দশকের সকলের মনে ঘুরে বেড়াত। সকলের রাতে চোখের ঘুম কেড়েছিলেন মাধুরী, তাঁর পর্দায় উপস্থিতিই যেন এক কথায় বাজিমাত। অথচ সেই সুপারস্টারকে প্রথম দেখাতে চিনতেই পারেননি শ্রীরাম নেনে। কেমন ছিল মাধুরীর প্রথম আলাপের কাহিনি...
মাধুরী জানিয়েছিলেন, এনারা সকলেই স্টার। তবে তাঁদের মধ্যে কেবল অমিতাভকেই চিনতে পেরেছিলেন শ্রীরাম। কারণ স্কুল জীবন থেকে তাঁর ছবি দেখে আসছেন তিনি।
88
এরপর থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ যায় বদলে। একে অন্যের জন্য সময় করে নিয়ে সংসার গোচ্ছাতে শুরু করেন, কখনই অপারেশন, কখনও শ্যুটিং, অন্যজন সর্বদাই থাকত প্রস্তুত।