নিকের বাড়িতে মানিয়ে নিতে নারাজ, বিয়ের তিন মাসের মাথায় ডিভোর্সের ঝড়ে প্রিয়ঙ্কা

প্রেম পর্ব থেকেই শুরু বিতর্ক। একের পর এক মিম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার। নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধারা আগে থেকেই যেন গেল গেল রব ওঠে নিক ও প্রিয়ঙ্কার সম্পর্ক ঘিরে। একবার সেই জল্পনাই গড়িয়েছিল বিচ্ছেদ পর্যন্ত। 

Jayita Chandra | Published : Sep 16, 2020 2:48 AM IST
19
নিকের বাড়িতে মানিয়ে নিতে নারাজ, বিয়ের তিন মাসের মাথায় ডিভোর্সের ঝড়ে প্রিয়ঙ্কা

প্রিয়ঙ্কা নিকের বাড়িতে ঠিক মানিয়ে নিতে পারছেন না। নিকের বাড়ির সকলেই প্রায় এক কথায় অতিষ্ট। 

29

কয়েকদিন মধ্যেই বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা, নিক-প্রিয়ঙ্কার বন্ডিং এক কথায় বিয়ের পর ফ্লপ। 

39

বিয়ের তিন মাস কাটতে না কাটতেই রঙ বার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কারুর সঙ্গেই মানিয়ে নিতে নারাজ তিনি। যার প্রভাব পড়েছে তাঁর ও নিকের সম্পর্কে। 

49

বিয়ের তিন মাস পর এমনই জল্পনা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। সূত্র ছিল একটি নামী সংস্থার ম্যাগাজিন। 

59

সেখানেই নিক ও প্রিয়ঙ্কার বিচ্ছেদ নিয়ে এই বিস্তারিত খবর ছাপা হয়। যা নজরে পড়ে প্রিয়ঙ্কারও। 

69

তখন সবে তিনি নতুন সংসার পেতেছেন। তাই এক কথায় কথায় বলতে গেলে় এই সংবাদ মেনে নিতে ছিলেন নারাজ। 

79

প্রকাশ্যে এক সাক্ষাৎকারে ম্যাগাজিনের নাম করে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন ভাইরাল হওয়া এই তথ্য মিথ্যে।

89

নিকের বাড়িতে তিনি ভালোই আছেন। সেখানে সকলেই তাঁকে খুব পছন্দ করে। প্রিয়ঙ্কাও সকলের আদর নিয়েই চুটিয়ে সংসার জীবন উপভোগ করছেন। 

99

এমন সময় ভাইরাল হয়ে পড়া বিচ্ছেদের খবর তাঁর জন্য ছিল বেদনা দায়ক, বলেই সাফ জানিয়েছিলেন প্রিয়ঙ্কা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos