পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্মদিনেই মুক্তি পেয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি (Gangubai Kathiawadi) চলচ্চিত্রটির টিজার। যার মুখ্য চরিত্র হিসেবে আলিয়া-কে গঙ্গুবাই-এর অবতারকে বেশ পছন্দ করেছেন সাইবারবাসী। ইতিমধ্যেই প্রায় ২ কোটি ভিউ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চার রয়েছে আলিয়া-র আসন্ন এই ছবি। পদ্মাবত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই এই স্ট্রাটিজি নিয়েই বক্স-অফিস হিট হয় পরিচালকের ছবি , যা এই সিনেমার ক্ষেত্রেও কাজে লাগাচ্ছেন তিনি। জেনে নিন কোন বিষয়ের কথা বলছেন, বলিউডের একাংশ-
গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি (Gangubai Kathiawadi) এই ছবির নামকরণ নিয়ে ইতিমধ্য়েই কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল ক্ষোভ প্রকাশ করেছেন।
210
আমিন প্যাটেল সঞ্জয় লীলা বনশালির এই ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়ালী নাম বদলের দাবি করেছেন।
310
তিনি জানিয়েছেন, 'যে এই সিনেমার ফলে কাঠিয়াবাদী শহরের নাম কলুষিত হবে'।
410
দক্ষিণ মুম্বই-এর মুম্বাদেবীর বিধায়ক আমিন প্যাটেল রাজ্যসভায় জানিয়েছেন, '১৯৫০ সালের সময় এর মত এই সময় নয়। সেই সময় মহিলারা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন।'
510
এই সিনেমার নাম কাঠিয়াবার শহরের জন্য অসম্মানজনক। তাই অবিলম্বে এই সিনেমার নাম পরিবর্তন করা উচিত বলে দাবী বিধায়ক আমিন প্যাটেল-এর।
610
আলিয়া ভাট অভিনীত ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি' ৩০ জুলাই সারা দেশে মুক্তি পাবে।
710
'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি' গল্পটি কামাতিপুরার এক পতিতালয়ের মহিলা গাঙ্গুবাই কোঠোয়ালি-এর জীবন অবলম্বনে নির্মিত।
810
হুসেন জায়েদির বই 'মাফিয়া কুইন্স অফ মুম্বাই'-এর একটি অধ্যায় নিয়ে ছবিটি করা হয়েছে।
910
সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই বিতর্ক। বি-টাউনের একাংশের দাবী এটাই পরিচালকের ছবির প্রমোশন্যাল স্ট্রাটিজি।
1010
পদ্মাবত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই এই স্ট্রাটিজি নিয়েই বক্স-অফিস হিট হয় পরিচালকের ছবি , যা এই সিনেমার ক্ষেত্রেও কাজে লাগাচ্ছেন তিনি।