চুম্বন থেকে সঙ্গমের সাহসী দৃশ্য, আরবাজের সঙ্গে রোম্যান্সে মত্ত মালাইকা

Published : Jun 07, 2020, 11:44 AM ISTUpdated : Jun 07, 2020, 11:45 AM IST

বেশ কয়েকদিন আগেই নিজের বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা। নিজের সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেও অবশেষে শেষরক্ষা হয়নি। সালটা ২০১৬। বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। লকডাউনের মধ্যে আবারও তাদের পুরোনা প্রেম নিয়ে উত্তাল হয়েছে নেটিজেনরা। সম্প্রতি একটি কফি ব্র্যান্ডের শুটিংয়ের জন্য প্রথমবার মিলিত হয়েছিল আরবাজ ও মালাইকা। বিজ্ঞাপনী শুটিংয়েই তাদের রোম্যান্স ছিল নেটদুনিয়ায় হট কেক। উষ্ণ মালাইকার ছবিগুলি দেখে নিন একনজরে।

PREV
110
চুম্বন থেকে সঙ্গমের সাহসী দৃশ্য, আরবাজের সঙ্গে রোম্যান্সে মত্ত মালাইকা

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বরাবরই একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন তিনি।

210


সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি লকডাউনের মধ্যে নেটদুনিয়া উত্তাল হয়েছে তাকে নিয়ে। 

310

মালাইকা আরোরা  এবং আরবাজ খান একসময়কার বলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম ছিল।  বর্তমানে দুজনেই এখন আলাদা।

410

মালাইকা আরোরা এবং আরবাজ খানের অনস্ক্রিন রসায়ন সকলেরই মনে ঘরেছিল। বলিউডের  জনপ্রিয় দম্পত্তির তকমাও ছিল তাদের।

510


গানের অ্যালবামে পারফরমেন্স থেকে অ্যাওয়ার্ড শো হোস্টিং এবং বিজ্ঞপনেও নজর কেড়েছিলেন মালাইকা-আরবাজ।

610

এমআর এর একটি কফির বিজ্ঞাপনে দেখা গিয়েছিল মালাইকা এবং আরবাজকে। বিজ্ঞাপনটিতে খুবই সাহসী দৃশ্যে নজর কেড়েছিলেন এই জুটি।

710

বিজ্ঞাপনটির ট্যাগলাইনও ছিল বেশ নজরকাড়া। 'আসল আনন্দ কখনওই তাৎক্ষণিক ভাবে আসতে পারে না।'

810

গোটা বিজ্ঞাপন জুড়ে মালাইকা এবং আরবাজের উষ্ণতায় মুগ্ধ হয়েছিল নেটিজেনরা।

910

লকডাউনের মধ্যে আবারও তাদের পুরোনা প্রেম নিয়ে উত্তাল হয়েছে নেটিজেনরা। 

1010

বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি। তবে সম্প্রতি আবারও তাদের বিয়ের খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

click me!

Recommended Stories