এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা-অর্জুন, বি-টাউনে জল্পনা তুঙ্গে, শুরু শপিং

Published : Jan 17, 2021, 08:54 AM IST

সলমন খানের পরিবার ছেলে মালাইকা বেড়িয়ে এসেছে বছর দুই হওয়ার পথে। এমনই পরিস্থিতিতে সামনে এসেছিল মালাইকা ও অর্জুনের সম্ধ্যে থাকা গোপন সম্পর্কের খবর। একটি ব্যাগ ও একটি পোস্ট তাতেই খোলসা হয়ে গিয়েছিল প্রেম করছেন দুজনে। সেখান থেকে লিভইনও শুরু হয়, এবার কী তবে বিয়ের পালা, সূত্রের খবর কী...

PREV
110
এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা-অর্জুন, বি-টাউনে জল্পনা তুঙ্গে, শুরু শপিং

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কের খবর ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগেনি। একে অন্যের প্রেমে যে হাবুডুবু খাচ্ছে মালাইকা ও অর্জুন তা ছিল স্পষ্ট।

210

তবে এই সম্পর্ক যে মাসে মাসে পরিণত হতে থাকবে ও এভাবে বেড়ে ওঠে সকলের সামনেই তা হয়তো তাঁরা নিজেরাও জানতেন না।

310

এই দুই সেলেবের লাভ লাইনের সমস্ত খবরই রেখে থাকে ভয়ক্ত মহল। তবে বিয়ের খবর বাদ যাবে কেন! বিয়ের মরশুমে একের পর এক সেলেবের গলায় উঠছে মালা। 

410

করোনার কোপে পিছিয়েছে ২০২০ সালে বেশ কয়েকটি বিয়ে। তবে সেই সব তালিকাতেই টিক পড়তে চলেছে চলতি বছরে। 

510

তবে সেই তালিকাতে যে মালাইকা বা অর্জুনও নাম লেখাতে চলেছে তা হয়তো অনেকেই আঁচ করতে পারেনি। বলিউড মারফৎ এটাই খবর বিয়ে করতে চলেছেন মালাইকা। 

610

যদিও অর্জুন কাপুর ও মালাইকার তরফ থেকে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু বিটাউনে শুরু জল্পনা। 

710

সামনের গ্রীষ্মেই হতে পারে চার হাত এক। ভেতর ভেতর নাকি শুরু হয়েছে তার প্রস্তুতি। হাতে আর মাত্র কয়েকটা মাস। 

810

তবে রাজকীয় বিয়ের আসর নয়। পরিবার ও কাছের কয়েকজন বন্ধুদের নিয়েই বসবে বিয়ের আসর। ঘরোয়া ভাবেই বিয়ে সম্পন্ন হবে মালাইকা ও অর্জুনে। সবটাই যদিও এখনও ধোঁয়াশা।

910

খবর ছড়িয়ে পড়লেও অন্ধকারেই থাকতে হচ্ছে ভক্তমহলকে, যতক্ষণ না সেলেব মহল থেকে কোনও পাকা খবর আসছে প্রকাশ্যে। 

1010

বর্তমানে তাঁরা নাকি ব্যস্ত গোপনে প্রস্তুতি নিতে ও শপিং করতে, এমন জল্পনাতেই এখন বুঁদ নেটদনিয়া।

click me!

Recommended Stories