Published : Aug 31, 2020, 02:36 PM ISTUpdated : Aug 31, 2020, 02:39 PM IST
করোনার আবহে বেশিরভাগ উৎসবই যেন ম্লান হয়েছে। গণেশ চতুর্থীতে সেই ছবি স্পষ্ট। বলি তারকারা সকলেই নিজেদের ঘরেই গণপতির আরাধনায় মেতেছিলেন। সম্প্রতি বলি অভিনেত্রী মালাইকা আরোরা ওনাম উদযাপনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে মা ও বোনের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সুস্বাদু খাবারে সজ্জিত পুরো টেবিল, তার সামনে বসেই মালাইকা ও বোন অমৃতা আরোরা খাবার মুখে ছবিতে পোজ দিয়েছেন। বলি ফ্যাশনিস্তা মালাইকার ছবিগুলি দেখে নিন একনজরে।
ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।
211
সম্প্রতি লকডাউনের মধ্যে নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী।
311
প্রতিবছরেই ওনাম উৎসবে নিজের মায়ের বাড়ি যান মালাইকা আরোরা ও বোন অমৃতা আরোরা। এবারও তেমনটাই হল।
411
মায়ের বাড়িতে পৌঁছেই ডাইনিং টেবিলে সজ্জিত খাবার দেখে নিজেকে আর সামলাতে পারলেন না মালাইকা। পরিবারের সঙ্গেই সারলেন ওনাম সাদ্য।
511
ওনামের দিন দুপুরে থাকে মহাভোজের আয়োজন। মালয়ালম ভাষায় তাকে বলা হয় সাদ্য। প্রতিটি বাড়িতেই পঞ্চব্যঞ্জন সহযোগে রান্না করা হয়। মোট ২৬ টি পদ থাকে ওনামের মহাভোজে।
611
মায়ের কাছে গিয়েই খাবার খাওয়া শুরু করলেন। কলাপাতার মধ্যেই মেয়েদের নিজের হাতে করে খাইয়ে দিলেন অভিনেত্রীর মা।
711
মালাইকা নিজের ওনামের একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, অবশেষে ৫ মাস পরে আমরা সবাই ওনামের জন্য মায়ের বাড়িতে একসঙ্গে হয়েছি। এই ভালবাসার জন্য ধন্যবাদ মা।
811
ওনামের এই বিশেষ দিনে অমৃতা আরোরা ও সাকিস লাদাকের ছেলেও নজর কেড়েছেন। খাবার পাতেই ক্যামেরায় পোজ দিয়েছেন খুদে।
911
মালাইকা-অমৃতার মা জয়েস পলিকার্প হলেন দক্ষিণ ভারতীয়। আর ওনাম হল কেরালার অন্যতম বড় উৎসব। তিনিও নিজের সোশ্যাল মিডিয়ায় ওনাম উদযাপনের ছবি শেয়ার করেছেন।
1011
ছবি শেয়ার করে অভিনেত্রীর মা জানিয়েছেন, আমি পারিবারিক খাবার গুলি মিস করছি। বাড়িতে এত লোকজনের মাঝেও আমার বন্ধুদের মিস করছি।
1111
ওনাম উদযাপনে কলাপাতায় খাবার অনন্য অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রীর মা।পরিবারের সকলে থাকলেও অর্জুন কাপুরকে দেখা যায়নি অভিনেত্রীর এই বিশেষ অনুষ্ঠানে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।