Published : Aug 31, 2020, 12:57 PM ISTUpdated : Aug 31, 2020, 01:02 PM IST
একের পর এক রহস্য যেন ক্রমেই জটিল হয়ে ধরা দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কেসে। মৃত্যুর তদন্ত থেকে শুরু করে রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্কের সমীকরণ, কাঠগোড়ায় এখন সবই। পাল্টা যুক্তি-তর্কের মোড়কে কুপোকাত বিটাউন। সম্প্রতি সুশান্তের কেসে মুখ খুলেছিলেন রিয়া, যার ওপর ভিত্তি করে পাল্টা জবাবও দেন পরিবারের জামাই বিশাল কৃতি। এবার আবারও পাল্টা বিস্ফোরক মন্তব্য করে বসলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী।
সুশান্ত সিং রাজপুতের কেসে এবার একাধিক মোড় নিয়ে হাজির হলেন তাঁর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। তাঁর উকিল এবার সামনে আনলেন শ্রুতির বয়ান।
212
শ্রুতির কথায় এখনও চলছে তদন্ত। এরই মাঝে রিয়াকে দোষী সাজানো নয়। গাঁজা নিয়েও মন্তব্য. করেন তিনি।
312
তাঁর উকিল সাফ জানিয়ে দিলেন সুশান্ত রিয়ার সঙ্গে পরিচয়ের আগে থেকেই গাঁজার নেশা করতেন।
412
তাঁর কথায় সুশান্তের ড্রাইভার তাঁর জন্য এই গাঁজা এনে দিলেন ও তা বানিয়ে রোলও করে দিতেন। যেই খবর আগেই সামনে এসেছিল।
512
শ্রুতির উকিলের দাবী এটা হতে পারেন না যে পরিবারের কেউ জানতই না শুশান্তের এই অভ্যাসের কথা। সুশান্তের বাড়িতেই থাকতেন বেশকিছু বন্ধু।
612
পরিবারের অনুপস্থিতিতে সেখানে একাধিক পার্টিও হত। এমন কী এই পার্টিতে বেশ কয়েকবার যোগ দিয়েছিলেন তাঁর দিদিও।
712
শ্রুতির উকিলের কথায় একটি হোয়াস্টঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে রিয়া ও সুশান্ত দুজনেই ছিলেন। সেই গ্রপের সদস্য অথচ ড্রাগ নেন না এটা হতে পারে না। ফলে সুশান্ত আগে থেকেই গাঁজা নিতেন।
812
এমন কী তিনি আরও জানান, শেষ কয়েকটি পার্টিতে রীতিমত ড্রাগ নিয়ে আসা হয়েছিল, যেখানে সুশান্তের দিদিও উপস্থিত ছিলেন।
912
এখানেই শেষ নয়, তিনি আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসেন। তাঁর কথায় সুশান্তের দিদিদের সঙ্গে অশান্তির জেরে একবার সুশান্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
1012
জানুয়ারী মাসে তিন দিদি একই সঙ্গে সুশান্তের কাছে এসেছিল। তখন একটি শ্যুট নিয়ে বেশ কিছুদিন ধরে হতাশাতে ভুগছিলেন সুশান্ত।
1112
এরপরই ২৭ নভেম্বর বিবাদ বাধে সুশান্তের তিন দিদিদের সঙ্গে। ২৮ নভেম্বর তিন দিদিই সুশান্তের ফ্ল্যাট ছেড়ে ললিতে গিয়ে ওঠে।
1212
সেইদিনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুশান্ত সিং রাজপুত। তাঁকে খারের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়। এমনটাই দাবি করেন এবার শ্রুতি মোদীর উকিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।