ফিটনেস ফান্ডায় জিম-ডায়েট, অর্জুনের পাশে বেমানান, তকমা ঘোচাতেই মরিয়া মালাইকা

মালাইকা আরোরা, মানেই ফ্রেমে বন্দি পার্ফেক্ট শট। বেশ কয়েকটি শো'তে তাকে দর্শক পেয়ে থাকে স্টাইল, পোজ ইন্স্টাকটর হিসেবে। ক্যামেরার সমানে কোন ভঙ্গিমায় দাঁড়ালে মিলবে সেরা লুক, সেই বিষয় সিদ্ধহস্ত মডেল হলেন মালাইকা। এবার তারই প্রোফাইল জুড়ে নজর কারল সুইমিং থেকে জিম, ফিট ফান্ডায় মালাইকা আরোরা। দেখুন তারই কয়েকটি ছবি।

Jayita Chandra | Published : Jul 1, 2021 3:53 AM IST / Updated: Jul 11 2021, 08:32 AM IST
18
ফিটনেস ফান্ডায় জিম-ডায়েট, অর্জুনের পাশে বেমানান, তকমা ঘোচাতেই মরিয়া মালাইকা

কেউ বলে অর্জুনের মা, কেউ আবার বলে অর্জুনের পাশে বেমানান, সত্যি যেন এবার মালাইকার চোখে মুখে পড়ছে বয়সের ছাপ। 

28

আর তা টেক্কা দিতেই মরিয়া মালাইকা। ডায়েট থেকে জিম, কড়া কুটিনে নিজেকে বেঁধে রেখেছে হট ডিভা। 

38

সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি আইটিম ডান্সে তাকে পাওয়া গেলেও অভিনয় জগত থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বহু দিন। কেবল মডেলিং-এর দিকেই এবার তার লক্ষ্য স্থির।

48

পোজ দিতে মালাইকার জুড়ি মেলা ভার, সে সাধারণ ক্যামেরাই হোক বা ডাব্বুই হোক, মালাইকা নিজের সেরাটাই দিতে পঠন্দ করেন।

58

মাঝে মধ্যেই বেড়িয়ে পরেন এই নায়িকা, সে ফটোশ্যুটের জন্যই হোক বা কাজের ফাঁকে বিরোতি, ছবি তুলতে বেশ পছন্দ করেন মালাইকা।

68

বলি ফিটনেস এর রহস্য নিয়ে কখনও মুখ খোলেননি এই নায়িকা। কিন্তু তার ফিগার বা শরীরের গরণের ভক্ত সকলেই, কীভাবে নিজেকে ধরে রাখেন, তার উত্তর মেলা ভার।

78

শরীরচর্চা নিয়ে বা জিম ফ্লোর থেকে প্রায়সই ছবি দেন মালাইকা। ভক্তদের শরীরচর্চা নিয়ে সর্বদা সচেতনও করে থাকেন তিনি।

88

পাশাপাশি কড়া ডায়েট মালাইকার স্টানিং ফিগার ধরে রাখার টিপস। যা দিয়ে আজও প্রতিটা পোজেই ভাইরাল মালাইকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos