লো নেক পোশাকের সঙ্গে গলায় ও কানে শিকলের ডিজাইনারের গয়না, হাতে বড় আংটি, খোলা চুলে লাস্যময়ী মাল্লা (Malaika Arora) । তার অবাক করা চোখের চাহনি কোটি কোটি ভক্তের ঘুম কেড়ে নিয়েছে।
69
সম্প্রতি নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। প্রতিটা ছবিতেই যেন সারা শরীরে উষ্ণতা চুঁইয়ে পড়ছে। পোশাকের সঙ্গে মানানসই ন্যুড মেকআপ এবং মালাইকার অ্যাটিটিউডে মুগ্ধ সাইবারবাসী (Malaika Arora)। হালফিলের এই ফোটোশ্যুটের চড়চড়িয়ে বাড়ছে উষ্ণতার পারদ।
79
গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে মালাইকার। ৫০-এর কোটায় পৌঁছেও নিজেকে যেভাবে ধরে রেখেছেন তা দেখে ইর্ষা করেন বলিউডের একাংশ (Malaika Arora)। যদিও পারফেক্ট ফিগার ধরে রাখার জন্য নিয়মিত কসরত করতে ভোলেন না মালাইকা। কারণ বয়স যে নিছকই একটা সংখ্যা তা বারেবারে প্রমাণ করে দিচ্ছেন মালাইকা আরোরা।
89
ফ্ল্যাট অ্যাবস, নির্মেদ ছিপছিপে শরীরই যেন মালাইকার ইউএসপি। নতুন হট ফোটোশ্যুটে ছবি শেয়ার করতেই ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা। হট অ্যান্ড সেক্সি লুকে এখনও নিউকামারদের বলে বলে গোল দিতে পারেন মালাইকা আরোরা (Malaika Arora)। ছবি পোস্ট করা মাত্রই দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে।
99
ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora)। সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি। সেক্সি অবতারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মালাইকা।