কাছে টেনে চুম্বন থেকে 'লেসবিয়ান' তকমা, করিনার সঙ্গে কেন এমন করেন মালাইকা, রয়েছে বিশেষ কারণ

Published : May 24, 2021, 08:52 AM ISTUpdated : May 24, 2021, 08:55 AM IST

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। সর্বদাই হটকে কিছু করে নেটিজেনদের নজর কাড়েন বলি ফ্যাশনিস্তা। বি-টাউনের বেবোর সঙ্গে তার নিখাদ বন্ধুত্বের কথা সকলেরই জানা। করিনাকে দেখে নিজেকে সামলাতে না পেরে জাপটে চুমু খাওয়ার চেষ্টাও করেন মালাইকা। আর তাতেই জোটে লেসবিয়ান তকমা। যদিও এই বন্ধুত্বের পিছনে একটা বিশেষ কারণ রয়েছে, যা নিয়ে মুখ খুললেন মালাইকা আরোরা।   

PREV
112
কাছে টেনে চুম্বন থেকে 'লেসবিয়ান' তকমা, করিনার সঙ্গে কেন এমন করেন মালাইকা, রয়েছে বিশেষ কারণ

বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন।ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে।

212

 বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা এবার ফ্যাশনে নয় বরং প্রিয় বান্ধবী করিনার সঙ্গে মাখোমাখো সম্পর্ক নিয়ে ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়।

312

বি-টাউনের বেবোর সঙ্গে তার নিখাদ বন্ধুত্বের কথা সকলেরই জানা।  যদিও এই বন্ধুত্বের পিছনে একটা বিশেষ কারণ রয়েছে, যা নিয়ে মুখ খুললেন মালাইকা আরোরা।  রিয়্যালিটি শো এমনই এক বন্ধুদের গ্রুপকে পরামর্শ দেন তিনি।

412

মালাইকা জানান, তারা জীবনে সবসময়েই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখেন। পরস্পরকে কখনও ভুলে যেও না। সকলেই বড় হবে  এবং বেড়েও উঠবে কিন্তু নিজেদের জায়গাটা ধরে রেখো।

512

মালাইকা জানান, তারা জীবনে সবসময়েই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখেন। পরস্পরকে কখনও ভুলে যেও না। সকলেই বড় হবে  এবং বেড়েও উঠবে কিন্তু নিজেদের জায়গাটা ধরে রেখো।

612

করিনারাও দুই বোন আর আমরাও দুই বোন। এবং আমরা চার জনই একই ধরনের খাবার পছন্দ করি। তাই খাবার একটা বড় কি-ফ্যাক্টর, জানিয়েছেন মালাইকা।

712

বলিউডের এই গার্লস গ্যাংকে প্রায়শই একসঙ্গে লাঞ্চ বা ডিনারে দেখা যায়। 

812

শেষবার অমৃতা আরোরার জন্মদিনে সকলকে একসঙ্গে দেখা গিয়েছিল।

912

অমৃতা আরোরার জন্মদিনে গার্লস গ্যাং-এর সঙ্গে চুটিয়ে মজা করেছেন মালাইকা। জন্মদিনে মম টু বি করিনাও নজর কেড়েছিলেন সেক্সি পোশাকে। 

1012

 করিনাকে দেখে নিজেকে সামলাতে না পেরে সকলের সামনে জাপটে চুমু খাওয়ার চেষ্টাও করেছিলেন মালাইকা। কোনওমতে মালাইকার থেকে পালিয়ে বাঁচেন বেবো। 
 

1112

মালাইকার এই ছবি দেখেই রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। হঠাৎ কী হল মালাইকার এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।

1212

অনেকেই মালাইকার চুমু খাওয়াকে ভাল চোখে দেখেননি। তবে কি লেসবিয়ান হয়ে গেলেন সেক্সবম্ব মালাইকা। নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে মালাইকাকে।

click me!

Recommended Stories