এ কী কাণ্ড, বাবার মাইনের সমস্ত টাকায় আগুন ধরালেন সলমন, মুহূর্তে কী শান্তি দিয়েছিলেন সেলিম

Published : May 24, 2021, 07:46 AM IST

সেলিব্রিটিদের লাইফে এমন অনেক ছোটখাটো ঘটনা থাকে, যা পরবর্তীতে ভাইরাল গল্প হয়ে দাঁড়ায়। নেটিজেনদের নজর থেকে বাদ পড়ে না কিছুই। তেমনই সলমনের লাইফের একটি গল্প মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল।

PREV
18
এ কী কাণ্ড, বাবার মাইনের সমস্ত টাকায় আগুন ধরালেন সলমন, মুহূর্তে কী শান্তি দিয়েছিলেন সেলিম

সলমন খান বরাবরই তার বাবা সেলিমের খুব প্রিয় পাত্র। কোনদিন তার কোন আবদারই ফেরেননি সেলিম। আটটায় ছোট থেকে বাবার প্রতিটি কথাই খুব গুরুত্ব দিয়ে শুনতেন সলমন। 

28

তিনি একবার না জেনেই এক মস্ত ভুল করে বসেছিলেন সলমন। জ্বালিয়ে দিয়েছিলেন বাবার মাইনের সমস্ত টাকা। না রাখো কিংবা অভিমান থেকে নয়।

38

অজান্তে অন্য বুঝেই এ ভুল করে বসেছিলেন ছোট্ট সলমন। দিওয়ালির সময় ভাই-বোনেদের সঙ্গে বাজি পাঠাচ্ছিলেন তিনি। এমনই সময় বাজি হয়ে যায় শেষ।

48

 হাতের কাছে থাকা কাগজগুলো ট্রেনে চালাতে থাকেন তারা। কিছুক্ষণের মধ্যে তাও হয়ে গেল শেষ। এরপর সলমনের নজরে পরেই বাবার অফিস।

58

সেখানে রাখা ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সালমান সেখানে গিয়ে কিছু কাগজ তুলে নিয়েছিল। যা ছিল সেলিমের এক মাসের মাইনে।

68

মোট সাড়ে ৭৫০ টাকা। সলমন তার ভাইয়ের সঙ্গে সবটাই জ্বালিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর তা নজরে পড়ে সেলিমের। ঘটনাটি লক্ষ্য করে তিনি সলমনকে কাছে ডাকেন।

78

 না মারধোর করা নয়, তাকে সেদিন বুঝিয়েছিলেন ওইকটা টাকার মূল্য কতখানি। কত মানুষ এই অর্থের অভাবে না খেতে পেয়ে মরে যায়। সেদিন থেকেই অর্থের মূল্য বুঝতে শুরু করেছিলেন সলমন।

88

সেলিমের বলা কথা আজও ভোলেনি ভাইজান। এই অর্থের অপচয় তিনি আজও পছন্দ করেন না। এক সাক্ষাৎকারে নিজেই খোলসা করেছিলেন তিনি।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories