প্রেমে হাবুডুবু খেলেও মালাইকার এই কাজ একে বারে না-পসন্দ অর্জুনের, সম্পর্কের গোপন ফান্ডা ফাঁস মালাইকার

মালাইকা আরোরা মানেই হট পোজ থেকে শুরু করে হট লুক। ছবির জগতে বেশকিছু বছর মালাইকার দর্শন না পাওয়া গেলেও বর্তমানে তিনি বিভিন্ন রিয়ালিটি শো-এর দাপটে সকলের নজরের  কেন্দ্রে। মালাইকার ৪৫ শের গণ্ডি পেড়িয়েও তিনি আজ ভক্তমহলে ঝড় তুলছেন। অথচ এমন স্টানিং গাল্রফ্রেডের এই একটা বিষয় মোটেই পছন্দ করেন না অর্জুন কাপুর। 

Jayita Chandra | Published : May 23, 2021 2:46 AM IST
18
প্রেমে হাবুডুবু খেলেও মালাইকার এই কাজ একে বারে না-পসন্দ অর্জুনের, সম্পর্কের গোপন ফান্ডা ফাঁস মালাইকার

মালাইকা ও অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক এক কথায় বলিউডের এখন হটকেক। এই দুই জুটি বর্তমানে লিভইনেই রয়েছেন। 
 

28

সম্প্রতি নো ফিল্টার নেহাতে এসে মালাইকা আরোরা খোলামেলা আলোচনা করলেন সম্পর্ক নিয়ে। অর্জুন কাপুর তাঁর থেকে বয়সে ছোট, ফলে সমালোচনার মুখে একাধিকবার পড়তে হয়েছে জুটিকে। 

38

তবে ভালোবাসার কাছে সে সবই তুচ্ছ। ট্রোলকে থোরাই কেয়ার, দিব্য রয়েছেন এই জুটি। তাঁদের প্রেমের সম্পর্কের মাঝে কোনও পরিস্থিতি অন্তরায় হয়ে দাঁড়ায়নি। 

48

মালাইকা, বলিউডের এই হট ডিভাকেই নিজের মন দিয়ে বসেন অর্জুন কাপুর। যাঁর পার্ফেক্স ফিগারের কেমিষ্ট্রিতে ঝড ওঠে নেটপাড়া। 

58

অথচ মালাইকার এই একটা বিষয় মোটেই পছন্দ করেন না অর্জুন কাপুর। তাঁর কথায় মালাইকা তাঁর সুন্দর ছবি তুলতে পারেন না। 

68

মালাইকা ফ্রেমে থাকলে অর্জুন যেভাবে ছবি তুলে দিয়ে থাকেন, মালাইকা ঠিক সেই ফ্রেমে ধরতে পারেন না অর্জুনকে। 

78

ফ্রেমিং-এ খামতি থেকে যায়। সম্প্রতি সাক্ষাৎকারে এসে সম্পর্কের অন্দরমহলের এই গোপন রহস্য ফাঁস করলেন মালাইকা। 

88

যদিও তাঁদের ভালোবাসার কাছে এই ছোট খাটো মান অভিমান কিছুই নয়। বরং এখন দুই তারকার চোখেই বিয়ের স্বপ্ন। বিয়ে নিয়ে অর্জুন কাপুর মুখ না খুললেও বিয়ে করতে চান মালাইকা, তা স্পষ্টই জানিয়ে দিলেন সাক্ষাৎাকের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos