৬৭-তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে লো লেক হলুদ রঙের গাউনে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রেড কার্পেটে হেঁটে সকলকে পাগল করে দিয়েছেন বলি ডিভা। হলুদ রঙের বুকচেরা গাউনে হট ক্লিভেজে নেশা ধরিয়েছেন মাল্লা। হাই থাই স্লিটে যৌবন যেন ঠিঁকরে বেরোচ্ছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে।অভিনেত্রীর হট লুকসে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা,এর পাশাপাশি চরম ট্রোলডও হয়েছেন মালাইকা।