বয়স যেন দিন দিন কমছে এই হটডিভার। নিজেকে পার্ফেক্ট ফ্রেমে ফিট রাখার ফান্ডা মালাইকার নখদর্পনে।
211
তাই মডেলিং হোক বা আইটেম ডান্স, অভিনয় হোক বা কোনও ব়্যাম্প ওয়ার্ক, মালাইকা উপস্থিত মানেই উষ্ণতার পারদ তুঙ্গে।
311
মালাইকা আরোরার ফিগারের প্রতিটা ভাঁজই যেন কথা বলে। যার ফলে মালাইকার ফোটো শ্যুট মানেই হটনেস ফাণ্ডা।
411
নিজের সেই চাবুক ফিদার ধরে রাখতেই মালাইকা নিত্য জিমে যান। পাশাপাশি কড়া ডায়েটও মেনে চলেন।
511
স্কিন কেয়ার থেকে শুরু করে বডি ফিজিক্স, সবেতেই নেটদুনিয়া মালাইকাকে দিয়ে থাকে একশো-তে একশো।
611
আরবাজের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর মালাইকা বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে রোম্যান্সে মত্ত। পাশাপাশি তিনি বন্ধুদের সঙ্গেও মাঝে মধ্যে বেরিয়ে থাকেন ভ্যাকেশনে।
711
সেখান থেকেই কখনও বিকিনি কখনও মোনোকিনিতে উষ্ণতা ছড়ান মালাইকা। এবারও তার ব্যতিক্রম হল না।
811
সম্প্রতি মালাইকা সমুদ্রের বিচে হাজির হলেন। ব্যস্ততার মাঝে খানিক ছুটি কাটানো। সানবার্থ নেওয়ার পরই বিচ থেকে উঠলেন মালাইকা।
911
মোনোকিনিতে নিতম্বের অধিকাংশ অংশটাই ছিল উন্মুক্ত। উঠে দাঁড়াতেই নজরে এলো এক অবাক করা ছবি।
1011
নিতম্ব ঢেকেছে পুরো বালি। নিতম্বের দুই দিকই হয়ে আছে সাদা। সেই ছবি ফ্রেমবন্দি করে ভক্তদের জন্য পোস্ট করলেন মালাইকা।
1111
কমেন্টে লিখলেন বিচ নিতম্ব। ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল এই ছবি। মালাইকার কমেন্টেই উঠল ঝড়। ভক্তমহলে এখন ভাইরাল মালাইকার এই নয়া ছবি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।