মোনোকিনিতে বিচে বসে সানবার্থ, উঠে দাঁড়াতেই নজরে এলো মালাইকার নিতম্বের এ কি হাল
মালাইকা আরোরা মানেই ভক্তদের ঘুম কেড়ে নেওয়া পোস্ট। বলিউডের এই হট ডিভা বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এখনও টেক্কা দিচ্ছে হটপোজে। তাঁর পার্ফেক্ট ফিগার থেকে শুরু করে স্টানিং লুক, নেটদুনিয়ায় হাজির মুহূর্তেই ভাইরাল।
Jayita Chandra | Published : Mar 14, 2021 12:24 PM / Updated: Mar 14 2021, 12:27 PM IST
বয়স যেন দিন দিন কমছে এই হটডিভার। নিজেকে পার্ফেক্ট ফ্রেমে ফিট রাখার ফান্ডা মালাইকার নখদর্পনে।
তাই মডেলিং হোক বা আইটেম ডান্স, অভিনয় হোক বা কোনও ব়্যাম্প ওয়ার্ক, মালাইকা উপস্থিত মানেই উষ্ণতার পারদ তুঙ্গে।
মালাইকা আরোরার ফিগারের প্রতিটা ভাঁজই যেন কথা বলে। যার ফলে মালাইকার ফোটো শ্যুট মানেই হটনেস ফাণ্ডা।
নিজের সেই চাবুক ফিদার ধরে রাখতেই মালাইকা নিত্য জিমে যান। পাশাপাশি কড়া ডায়েটও মেনে চলেন।
স্কিন কেয়ার থেকে শুরু করে বডি ফিজিক্স, সবেতেই নেটদুনিয়া মালাইকাকে দিয়ে থাকে একশো-তে একশো।
আরবাজের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর মালাইকা বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে রোম্যান্সে মত্ত। পাশাপাশি তিনি বন্ধুদের সঙ্গেও মাঝে মধ্যে বেরিয়ে থাকেন ভ্যাকেশনে।
সেখান থেকেই কখনও বিকিনি কখনও মোনোকিনিতে উষ্ণতা ছড়ান মালাইকা। এবারও তার ব্যতিক্রম হল না।
সম্প্রতি মালাইকা সমুদ্রের বিচে হাজির হলেন। ব্যস্ততার মাঝে খানিক ছুটি কাটানো। সানবার্থ নেওয়ার পরই বিচ থেকে উঠলেন মালাইকা।
মোনোকিনিতে নিতম্বের অধিকাংশ অংশটাই ছিল উন্মুক্ত। উঠে দাঁড়াতেই নজরে এলো এক অবাক করা ছবি।
নিতম্ব ঢেকেছে পুরো বালি। নিতম্বের দুই দিকই হয়ে আছে সাদা। সেই ছবি ফ্রেমবন্দি করে ভক্তদের জন্য পোস্ট করলেন মালাইকা।
কমেন্টে লিখলেন বিচ নিতম্ব। ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল এই ছবি। মালাইকার কমেন্টেই উঠল ঝড়। ভক্তমহলে এখন ভাইরাল মালাইকার এই নয়া ছবি।