হাতে জ্বলজ্বল করছে হিরের আংটি, গোপনে কি বাগদান সেরে নিলেন 'অর্জুন- মালাইকা', জল্পনা তুঙ্গে

ফ্যাশনিস্তা- ফিটনেস ফ্রিক-সুপারহট সমস্ত তকমায় রয়েছে  বলি অভিনেত্রী মালাইকা আরোরার।  ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী।  সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। এবার আর সেক্সি পোজে নয়, বরং বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গে নাকি গোপনে বাগদান সেরে নিয়েছেন মালাইকা আরোরা। হাতে জ্বলজ্বল করছে হিরের আংটি, যা দেখেই জল্পনা আরও দ্বিগুণ বাড়ছে।
 

Riya Das | Published : Apr 14, 2021 9:47 AM / Updated: Apr 14 2021, 10:04 AM IST
19
হাতে জ্বলজ্বল করছে হিরের আংটি, গোপনে কি বাগদান সেরে নিলেন 'অর্জুন- মালাইকা', জল্পনা তুঙ্গে

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বলি অভিনেতা অর্জুন  কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে সর্বদাই লাইমলাইটে রয়েছেন মালাইকা আরোরা।

29

দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট  থেকে পার্টি, ডিনার ডেট সবজায়গাতেই নজর কেড়েছে এই লাভবার্জস।

39


সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন মালাইকা,যেখানে হাতে জ্বলজ্বল করছে হিরের আংটি, তারপর থেকেই জল্পনা আরও দ্বিগুণ বেড়েছে।
 

49


 বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গে নাকি গোপনে বাগদান সেরে নিয়েছেন মালাইকা আরোরা।  ঝড়ের গতিতে ছবিটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

59


ছবিটি শেয়ার করে মালাইকা ক্যাপশনে লিখেছেন, 'এই রিং এতটাই কোমল, আমি এটাকে অনেক পছন্দ করি। আপনি যদি ভালবাসার মানুষটির জন্য রিং কেনার কথা ভাবেন, তাহলে এটি দারুণ অপশন'।

69

একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন মালাইকা। ছবি পোস্ট করার কয়েকঘন্টার মধ্যে লাইক কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়া।

79

আসলে বিজ্ঞাপনের জন্যই এই ছবি পোস্ট করেছেন মালাইকা।বেশ কিছুদিন ধরে তাদের বিয়ের খবরে উত্তাল বলিপাড়া।

89

কবে তারা সাতপাকে বাঁধা পড়বেন তা জানতেই মুখিয়ে রয়েছে দর্শক। যদি বিয়ের খবরে মুখে কুলুপ এটেছেন মালাইকা।

99


বয়স বাড়লেও তার মন ও শরীর যেন ২০-র যুবতী। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos