'বক্ষের ভাঁজ না দেখালেই নয়', এরকম নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেন তিনি এমন পোশাক পরে টিকা নিতে গেছেন, তা নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।
712
যদিও মালাইকা কোনওকিছুই পাত্তা দেননি। বরং নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'নিজে সুরক্ষিত এবং সমাজকেও সুরক্ষিত রাখছি। করোনার দ্বিতীয় ডোজ নেওয়া মানে, আমি নিরাপত্তা বলয় সম্পূর্ণ করেছি'।
812
এমনকী করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই ক্ষান্ত হননি নায়িকা, সেখানকার উপস্থিত স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের সঙ্গেও ছবি তুলেছেন মালাইকা। এবং সকলকেই ধন্যবাদ জানিয়েছেন।
912
তবে মালাইকার কোনও কিছু না আসলেও এমন অশ্লীল পোশাকে মালাইকাকে দেখে রীতিমতো রেগে আগুন নেটিজেনরা।
1012
তবে মালাইকার কোনও কিছু না আসলেও এমন অশ্লীল পোশাকে মালাইকাকে দেখে রীতিমতো রেগে আগুন নেটিজেনরা।
1112
কেউ বলছেন, 'জ্যাকেটটা খোলা কেন, পুরোটা কেন পরেননি?'। কেউ বলছেন বক্ষভাঁজ উন্মুক্ত কেন'। একাধিক নোংরা কটাক্ষে ধেয়ে এসেছে মালাইকার দিকে।
1212
এর আগেও করোনার প্রথম ডোজে নিতে গিয়ে ফিনফিনে সরু ফিতের একটি সাদা টপ পরে টিকাকেন্দ্রে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা।