Published : Aug 26, 2020, 01:41 PM ISTUpdated : Aug 26, 2020, 01:48 PM IST
ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। । লকডাউনে তারকাদের পুরোনো সম্পর্ক, সাক্ষাৎকার, ভিডিও, ছবিতে মজেছেন নেটিজেনরা। সম্প্রতি মালাইকা আরোরারও বেশ কিছু পুরোনো ছবি ভাইরাল হয়েছে, যেখানে ফ্যাশন আইকন মালাইকা নিজের নিতম্বের সঙ্গে মার্কিন পপস্টার বিয়ন্সকেও টেক্কা দিচ্ছেন। বলি ফ্যাশনিস্তা মালাইকার এই ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।
বিনোদনের রসদ জোগাতে মালাইকার টুডলস ভিডিওই এখন নেটদুনিয়ার হটকেক। একনজরে দেখে নিন মালাইকার হটকে 'নিতম্ব'র একঝলক।
তার উত্তরেই মালাইকা বলেছিলেন, 'হিংসা করবেন না, আমি বিয়ন্সের থেকেও বেশি ভাল নিতম্ব পেয়েছি'।
910
এরপরই করণ মালাইকার পা টেনে বলে, 'আপনিও ভাবেন'।
1010
তারপরেই করণ ফের কিরণকে বলে'করবা চৌথের জন্য দেরি হচ্ছে'। এইভাবেই একে অপরের জন্য লেগপুলিং করতে থাকত তারা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।