মালাইকার 'নিতম্ব' হার মানাচ্ছে এই মার্কিন পপ তারকাকেও, 'টুডলস' ভিডিওতেই চমক বলি ফ্যাশনিস্তার

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। । লকডাউনে তারকাদের পুরোনো সম্পর্ক, সাক্ষাৎকার, ভিডিও, ছবিতে মজেছেন নেটিজেনরা। সম্প্রতি মালাইকা আরোরারও বেশ কিছু পুরোনো ছবি ভাইরাল হয়েছে, যেখানে ফ্যাশন আইকন মালাইকা নিজের  নিতম্বের সঙ্গে মার্কিন পপস্টার বিয়ন্সকেও টেক্কা দিচ্ছেন। বলি ফ্যাশনিস্তা মালাইকার এই ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। 
বিনোদনের রসদ জোগাতে মালাইকার টুডলস ভিডিওই এখন নেটদুনিয়ার হটকেক। একনজরে দেখে নিন মালাইকার হটকে 'নিতম্ব'র একঝলক।

Riya Das | Published : Aug 26, 2020 8:11 AM IST / Updated: Aug 26 2020, 01:48 PM IST
110
মালাইকার 'নিতম্ব' হার মানাচ্ছে এই মার্কিন পপ তারকাকেও, 'টুডলস' ভিডিওতেই চমক বলি ফ্যাশনিস্তার


সম্প্রতি লকডাউনের মধ্যে নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। 

210

সম্প্রতি একটি পুরোনো ছবি প্রকাশ্যে এসেছে মালাইকার। বলি ফ্যাশনিস্তা মালাইকার এই ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। 

310

ইন্ডিয়া গট ট্যালেন্ট শো-এর বিচারক ছিলেন বলি অভিনেত্রী মালাইকা আরোরা এবং পরিচালক করণ জোহর।

410

সেই শো চলাকালীন প্রতিদিন নিজের ইনস্টাগ্রামে হাস্যকর টুডলস ভিডিও পোস্ট করতেন। এবং এই নিয়ে সহ-বিচারক মালাইকার সঙ্গে কথা বলতেন করণ জোহর।

510

যেখানে দেখা গেছে কিরণ সবসময়েই করণের লেগপুলিং করতেন। এবং সেগুলি দেখার জন্যই মুখিয়ে থাকতেন দর্শক।

610


একবার করণ জোহর একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে মালাইকার কাছে বিয়ন্সের হ্যাংওভার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

710

করণ ভিডিওটিতে বলেছিল,  'মর্নিং মল্লা, চকচকে পেশাক, কোকড়ানো চুল কি খানিকটা বিয়ন্সের মতো'। 

810

তার উত্তরেই মালাইকা বলেছিলেন, 'হিংসা করবেন না, আমি বিয়ন্সের থেকেও বেশি ভাল নিতম্ব পেয়েছি'।

910

এরপরই করণ মালাইকার পা টেনে বলে, 'আপনিও ভাবেন'। 

1010

তারপরেই করণ ফের কিরণকে বলে'করবা চৌথের জন্য দেরি হচ্ছে'। এইভাবেই একে অপরের জন্য লেগপুলিং করতে থাকত তারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos