ভয়াবহ অভিজ্ঞতা, সব শেষ হয়ে যাওয়ার ভয়, রাতারাতি কী এমন ঘটে মালাইকার জীবনে

Published : Feb 10, 2021, 12:34 PM IST

মালাইকা আরোরা, ফ্যাশান ওয়ার্ল্ড হোক বা বিটাউনের সিলভার স্ক্রিন, তাঁর উপস্থিতিতেই উষ্ণতা ঝড়ে পড়ে মক্ত মহলে। ৪৫ পার করেও কীভাবে নিজেকে ধরে রাখতে হয়, তা প্রতি মুহূর্তে জানান দিচ্ছেন এই তারকা। কিন্তু কোথাও গিয়ে যেন ডিপ্রেশনের দিন আজো ভুলতে পারেননি মালাইকা। 

PREV
110
ভয়াবহ অভিজ্ঞতা, সব শেষ হয়ে যাওয়ার ভয়, রাতারাতি কী এমন ঘটে মালাইকার জীবনে

মালাইকা আরোরা মানে পর্দায় এক উষ্ণ আবেদন। যার হটনেসে ঘাম ছুটে যায় ভক্তদের। সেই সেলেবের জীবন লুকিয়ে নানা অজানা কাহিনি।

210

চল ছাইয়া ছাইয়া গানের তালে কিং খানের সঙ্গে নেচে বলিউডের নজর কেড়েছিলেন এই হট স্টার। সেই নাচ ছিল মালাইকার পরিচিতি।

310

এক সাক্ষাৎকারে মালাইকার জানান, তার অভিনয় ও বলিউডের টিকে থাকার পেছনে মূল মেরুদন্ড হয়েছিল তার ডান্স ফর্ম। 

410

রীতিমতো গর্ববোধ করতেন মালাইকা তার এই গুণ নিয়ে। কিন্তু একদিন ভেঙে যায় স্বপ্ন। হঠাৎই ফ্লোরে পড়ে যান মালাইকা।

510

পায় পেয়েছিলেন গুরুতর চোট। এরপরে সফরটা কিভাবে কাটবে ভেবে পাচ্ছিলেন না তিনি। তখনই নিয়েছিলেন জীবনের নয়া মোড়।

610

 সেভাবে প্রফেশনালি নাচ আর তিনি করবেন না। বরং রাতারাতি শরীরচর্চায় নজর দেন তিনি। ‌ সেই থেকে শুরু।
 

710

 

বর্তমানে মালাইকা ফিটনেস ফান্ডার গুরু বলে চলে। যার পথ চলাতে প্রতিপদে নয়া মোড় ধরা দেয় ফটো ফ্রেমে।


 

810

ফিটনেস থেকে শুরু করে হট ফিগার, বোল্ড নেসে কি করে ঝড় তুলতে হয় তা দেখিয়ে দিয়েছিলেন তিনি।

910

তবে আজ ফিকে হয়ে যায়নি সেই স্বপ্ন ভাঙার ভয়াবহ দিন। ক্যারিয়ার গ্রাফ নিয়ে কথা বলতে গেলেই মালাইকার মুখে উঠে আসে এই ডিপ্রেশন পর্ব।

1010

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories