তবে করোনার মাঝে যেন আরও বাড়ল দুরত্ব, একে কমল কাজ, তার ওপর বেশ কিছুটা সময় থমকে যাওয়া, যার ফলে মল্লিকা এখন বেশ কিছুটা নিজেকে গুছিয়ে নিয়েছেন, তবে ভক্তদের মনের প্রশ্নে নেই কোনও বিরাম-বিশ্রাম, তবে উত্তর মিলছে না এখনই, তাই সোশ্যাল মিডিয়াই ভরসা, এই স্টানিং ডিভার দেখা মেলার একমাত্র রাস্তা।