এরপর ২৪ জানুয়ারি তিনি সামনে নিয়ে আসবেন নতুন প্রসঙ্গ, আর তা হল সিনেমার দুনিয়ায় মহিলাদের অবস্থান। কোথাও মহিলাদের দাপট, কোথাও আবার মহিলা মহলকে ব্যবহার করে নানান ছবির ব্যবসা করে ফেলা। কোন পর্যায় মহিলাদে রাখা হচ্ছে বর্তমানে, কতজন ভুল ফাঁদে পা দিয়ে ফেলছেন, কীভাবে অন্দরমহলে কাজ চলে, সবটাই সামনে আনবেন তিনি।