ঘনিষ্ঠ চুম্বন কিংবা সঙ্গমের দৃশ্যে শরীরী উত্তেজনা জাগানো মল্লিকা শেরওয়াত আজও বলিউডে সেক্স সিম্বল হিসেবেই সকলের কাছে পরিচিত। মার্ডার ছবিতে মল্লিকার শরীরী নেশা আজও বুঁদ ভক্তরা। সেক্সি চাবুক ফিগারে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে মল্লিকার। বলিউড ছাড়াও হলিউডেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন মল্লিকা। সম্প্রতি এক পুরোনো সাক্ষাৎকার বিস্ফোরক অভিযোগ করেছেন মল্লিকা। অনস্ক্রিন সঙ্গমের দৃশ্য দেখে অনেকেই তাকে বাস্তবেও যৌন প্রস্তাব দিতে শুরু করেছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় হাতছাড়া হয়েছিল একাধিক কাজ। ভয়ঙ্কর পরিস্থিতি কীভাবে সামলে নিয়েছিলেন মল্লিকা শেরওয়াত।
সম্প্রতি এক পুরোনো সাক্ষাৎকার বিস্ফোরক অভিযোগ করেছেন মল্লিকা। অনস্ক্রিন সঙ্গমের দৃশ্য দেখে অনেকেই তাকে বাস্তবেও যৌন প্রস্তাব দিতে শুরু করেছিল।
510
সাহসী চরিত্রে অভিনয় করাটাই জীবনের সবচেয়ে বড় সমস্যা ডেকে এনেছিল মল্লিকার। সহকর্মীর যৌন প্রস্তাবেরাজি না হওয়ায় হাতছাড়া হয়েছিল একাধিক কাজ।
610
মল্লিকা জানিয়েছেন, তিনি কোনওকিছুতেই আপোস করতে পছন্দ করতে না। নিজেকে নিয়ে গর্ব বোধ করেন তিনি। এবং প্রতিটি জায়গায় প্রমাণ করতে গিয়েই তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
710
অভিনেত্রী আরও জানিয়েছেন, ছোট পোশাক পরলে কিংবা চুম্বন করলেই পুরুষরা বাস্তবে তাকে তেমনই ভেবে বসে। এবং সেটাই ঘটেছিল মল্লিকার সঙ্গে।
810
একাধিক প্রজেক্ট থেকে বাদ যাওয়ার পরও নিজের জায়গায় অনড় ছিলেন মল্লিকা।
সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে মল্লিকা শেরওয়াতকে। এই প্রথমবার মল্লিকাকে ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা যাবে। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মল্লিকা। এছাড়াও এষা গুপ্তা এবং গৌতম রোডের মতোন অভিনেতারাও রয়েছেন।