১৫ বছর বয়সে এক ছেলের জন্ম দেন ঐশ্বর্য, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়েছিল চারিদিকে

ঐশ্বর্য রাই বচ্চনই তার মা। আরাধ্যার আগেই সঙ্গীত কুমারের জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য। তাও আবার অভিনেত্রীর বয়স যখন মাত্র ১৫ বছর, সেই সময় নাকি লন্ডনে আইভিএফের মাধ্যমে তিনি জন্ম দেন সঙ্গীতের। এমনই নানা অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজেকে এক সময় মেলে ধরেছিলেন অন্ধ্র প্রদেশের সঙ্গীত কুমার। সে সময় এই গুজবটি নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সংবাদমাধ্যম থেকে নেটদুনিয়া। ঐশ্বর্যের সঙ্গেই থাকার ইচ্ছে প্রকাশ করেছিল এই তরুণ। 

Adrika Das | Published : Apr 13, 2020 1:26 PM / Updated: Apr 13 2020, 02:01 PM IST
110
১৫ বছর বয়সে এক ছেলের জন্ম দেন ঐশ্বর্য, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়েছিল চারিদিকে
১৯৮৮ সালে নাকি লন্ডনে আইভিএফের মাধ্যমে তাকে জন্ম দেন ঐশ্বর্য। ঐশ্বর্যের মা-বাবা সঙ্গীতকে দুবছর মানুষ করেছিলেন।
210
এরপর তাকে তার বাবা বিশাখাপত্তনমে চলে আসে। তারপর থেকেই ঐশ্বর্যের পরিবারের সঙ্গে নাকি আর কোনও যোগাযোগ নেই সঙ্গীতের।
310
বছর ১৫ ঐশ্বর্য যখন স্কুলে পরতেন, সেই সময় থেকেই মডেলিংয়ে সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে চলেছেন।
410
সঙ্গীতের অভিযোগ অনুযায়ী, ঐশ্বর্য নিজের পড়াশুনা ছেড়ে, মডেলিং কেরিয়ারের স্বপ্ন ছেড়ে লন্ডনে উড়ে যান।
510
তাও আবার এই অন্ধ্র প্রদেশের ছেলের জন্ম দিতে। সঙ্গীত নিজের নামের শেষে জুড়ে নিয়েছিলেন রাই পদবীটি।
610
এখানেই শেষ হয়নি সঙ্গীতের অভিযোগ। সে এও বলে, যে অভিষেকের সঙ্গে নাকি থাকেন না ঐশ্বর্য।
710
বহুদিন ধরে সেপারেশন চলছে তাঁদের। তাই সে চায় ঐশ্বর্য অর্থাৎ তার 'মা' তার সঙ্গে মেঙ্গালুরুতে এসে থাকুক।
810
২৭ বছর অবধি মায়ের থেকে আলাদা থেকেছে তবে এবার আর থাকতে চায় না। সেই সময় এও প্রশ্ন উঠেছিল যে এতদিন এই ২৯ বছর তরুণের দেখা মেলেনি কেন।
910
সঙ্গীতের কাছে এই সমস্ত অভিযোগের কোনও প্রমাণ নেই। প্রমাণ ছাডা়ই তিনি এসব বলে গিয়েছিলেন।
1010
যদিও ঐশ্বর্য এসব গুজবের কোনও তোয়াক্কাই করেননি। তাঁকে এই বিষয় প্রশ্ন করার সাহসও হয়নি কোনও সংবাদমাধ্যমের।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos