নেহা কক্কর। দীর্ঘদিন ধরে যার বিয়ের খবরে সরগরম বলিউড। সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক খবর লাইমলাইটের শীর্ষে ছিলেন তিনি। বলিউডের একের পর সুপারহিট গানও রয়েছে তার ঝুলিতে। অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডের প্রথম সারিতে নিজেকে তুলে ধরেছেন নেহা । বি-টাউনে তার জনপ্রিয়তা তুঙ্গে। বলিউডে গান গেয়ে যতটা জনপ্রিয় নেহা ঠিক ততটাই খুশি নন গান পিছু পারিশ্রমিকে। সম্প্রতি গান গাওয়া নিয়ে আক্ষেপের সুর ফুটে উঠল নেহার গলায়। গান জনপ্রিয় হলেও নিজের যোগ্য পারিশ্রমিক পান না নেহা। এবার মুখ খুললেন নেহা নিজেই। । জানালেন সুপারহিট গানের পিছনের আসল কাহিনি।
আঁখ মারে, কালা চশমা , দিলবর, ও সাকি, বলিউজে একাধিক সুপারহিট গান রয়েছে নেহার ঝুলিতে।
210
নেহা কক্কর মানেই এক হিটের ফর্মূলা। একাধিক গান গেয় সঙ্গীত প্রেমীদের মনে নিজের জায়গা করে নিয়েছেন নেহা।
310
বলিউডে গান গেয়ে যে পারিশ্রমিক পান এবার সেই নিয়ে মুখ খুললেন নেহা।
410
নেহা জানিয়েছেন, বলিউডে গান গেয়ে বিশেষ পারিশ্রমিক পেলে না।
510
গান সুপারহিট হবে বলেই অনেকেই গান গাওয়ান, তারপর গান সুপারহিট হলেও সেইমতো মেলে না পারিশ্রমিক।
610
তবে যেটুকু উপার্জন হয় তার পুরোটাই লাইফ শো থেকে।
710
নেহা আরও জানিয়েছেন, লাইফ কনসার্ট থেকে যে পরিমাণ টাকা পাই, বলিউড তার ধারেও ঘেষে না।
810
ইন্ডিয়ান আইডল -এর প্রতিযোগী থেকে সেই রিয়্যালিটি শো-এর বিচারক আসনে বসা নেহার এই বিস্ফোরক বয়ান দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে।
910
এর আগেও নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নেহা।
1010
আদিত্যর সঙ্গে তার বিয়ের নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। এই বিয়ের আসল খবর নিজেই ফাঁস করেছেন নেহা কক্কর। সম্প্রতি হানি সিং-এর সঙ্গে 'মস্কো সুকা' গান গেয়েছেন নেহা। গানটি পাঞ্জাবি ও রুশ ভাষারও ব্যবহার রয়েছে। গানটি সঙ্গীত প্রেমীদের মনেও ধরেছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।