মাত্র ৪৯ বছর বয়সেই আচমকা সকলকে ছেড়ে চলে গেল রাজ কৌশল। চিকিৎসকদের কোনওরকম সাহায্য নেওয়ার আগেই মৃত্যু হয়েছে রাজ কৌশলের।
39
মন্দিরা ও রাজের দুই সন্তান রয়েছে। প্রযোজক-পরিচালকের রাজ কৌশলের মৃত্যু কোনওভাবেই মেনে নিয়ে পারছেন না মন্দিরা বেদী।
49
পিতৃতন্ত্রের সমস্ত নিয়ম ভেঙেই স্বামীর মৃত্যুতে শবদেহ কাঁধে তোলা থেকে শেষকৃত্য সম্পন্ন সবটাই নিজে হাতে করেছেন মন্দিরা।
59
সাধারণত শবদেহ কাঁধে তোলা থেকে শশ্মানে শেষকৃত্যের সমস্ত দায়িত্বটাই পালন করেন পুরুষরা। এবং সেই রীতিই এতদিন ধরে চলে এসেছে।
69
কিন্তু দীর্ঘদিনের নিয়মে ইতি টেনে স্বামীকে কাঁধে তোলা থেকে নিয়ম অনুযায়ী আগুনের মালসাও নিজের হাতে তুলে নিয়েছেন মন্দিরা।
79
মন্দিরার স্বামীর শেষকৃত্যের ছবি-ভিডিও ভাইরাল হতেই বেজায় চটেছেন নেটিজেনরা। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে জানিয়েছেন, কীভাবে একজন স্ত্রী স্বামীর শেষকৃত্যের কাজ করতে পারেন। অনেকেই আবার মন্দিরার পোশাক নিয়েও প্রশ্ন তুলেছেন।
গলা উঁচিয়ে নেটিজেনদের বলেছেন, 'যারা মন্দিরার শেষকৃত্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের কথায় একটুও অবাক হওয়ার কিছু নেই। কারণ এই জগতে অনেককিছুর থেকে বেশি নির্বুদ্ধিতা হার ঢের বেশি। সোনার প্রতিবাদে সামিল হয়েছেন নেটিজেনদের একাংশ'।