গৃহবন্দী শহিদ, এই সুযোগে দুই সন্তানদের কী শেখাচ্ছেন চকলেট বয়

Published : Sep 13, 2020, 01:25 PM ISTUpdated : Sep 13, 2020, 01:28 PM IST

পরিবার ও শ্যুটিং ফ্লোর দুইয়ের মধ্যেই ভারসাম্য বজায় রেখে চলেছেন শাহিদ কাপুর। সন্তানদের যতটা পারছেন অভিনেতা এখন সময় দিচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই খোলসা করলেন মীরা রাজপুত। ফাঁস করলেন অন্দরমহলের কাহিনি...

PREV
18
গৃহবন্দী শহিদ, এই সুযোগে দুই সন্তানদের কী শেখাচ্ছেন চকলেট বয়

কোয়ারেন্টাইনেই এখন দিন কাটছে অধিকাংশ তারকার। মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

28

এমন অবস্থা খুব একটা শ্যুটিং মুখো নয় বলিউড সেলেবরা। কয়েকটি ছবির শ্যুট শুরু হলেও তা স্বাভাবিকের মত নয়। 

38

এমন পরিস্থিতিতে এখনও শ্যুটিং ফ্লোরে ফেরেননি শাহিদ কাপুর। বাড়িতেই কাটছে তাঁর অধিকাংশ সময়। 

48

তাঁর স্ত্রী মীরার কথায় এখন পরিবারকেই বেশিরভাগ সময়টা দেওয়া। সন্তানদের খুব একটা কাছে পান না শাহিদ। 

58

তাই এই সময়টাই বাবার ভূমিকায় একেবারে কোমড় বেঁধে নেমে পড়েছেন শাহিদ কাপুর। 

68

মীরার কথায়, তাঁর পরিবারে চলচ্চিত্র জগতের কোনও আভাসই লক্ষ্য করা যায় না। এক সাধারণ পরিবারের ছবিই ধরা পড়ে।

78

তিনি মনে করেন ছবি করাটা তাঁর স্বামীর একটা কাজ। শাহিদ আর পাঁচজনের মতই অফিসে যান। তবে এখন তিনি বাড়িতে, তাই দুই সন্তানকেই দিচ্ছেন সাইকেল চালানোর পাঠ। 

88

একজনকে দুচাকার সাইকেল অন্যজনকে তিন চাকার সাইকেল শেখাচ্ছেন শাহিদ। ফলে লকডাউনে এক ভিন্ন মেজাজে পরিবারের কাছে বলিউড চকলেট বয়। 

click me!

Recommended Stories