রিয়া চক্রবর্তী, এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় এখন নিত্য ট্রেন্ড এই নাম।
সুশান্ত সিং রাজপুতের আগেও তাঁর জীবনে এসেছিল আরও এক বলিউড তারকা, আদিত্য রায় কাপুর।
যদিও প্রকাশ্যে সেই সম্পর্কের কথা রিয়া চক্রবর্তীর স্বীকার না করলেও পরবর্তীতে স্পষ্ট হয়েছিল তাঁদের আচরণে।
একই সঙ্গে একাধিক জায়গায় দেখা যেত এই জুটিকে। তাঁরা দাবী করতেন দুজনেই খুব ভালো বন্ধু।
তবে পরবর্তীতে আদিত্য রায় কাপুরের জীবনে আসে শ্রদ্ধা কাপুর। আশিকি ২ ছবির সেটে তাঁরা একে অন্যের কাছে আসে।
এমন খবর পাওয়া মাত্রই বেজায় খেপে যান রিয়া চক্রবর্তী। তাঁর হাতে তখন বেশ কয়েকটি ছবির প্রস্তাব।
রিয়ার শর্ত ছিল তিনি কোনও লিপকিস করবেন না। তবে সেই দৃশ্যে দেখা যায় রিয়াকে।
জল্পনা ওটে তুঙ্গে, আদিত্যের ওপর প্রতিশোধ নিতেই রিয়া এই কাজ করেছিলেন, খবরের শিরোনামেও জায়গা করে নিয়েছ এই জুটি।
যদিও খুব বেশিদিন তাঁদের সম্পর্কের এই টানাপোড়েন স্থায়ী হয় না। কয়েকদিনের মধ্যেই দুজনেই বদলেছিলেন পথ।
Jayita Chandra