স্বামী শাহিদের (Shahid Kapoor) পাশে শুয়ে নীল বিকিনি পরে ছবি পোস্ট করে মীরা ( Mira Kapoor) ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন জীবন। প্রার্থনা করি তুমি জীবনের সব সেরাটুকু পাও। কারণ তুমি নিজের সেরা, সেরা বাবা, সেরা বন্ধু, সেরা স্বামী, আমি তোমাকে ভালবাসি'। এইভাবে শাহিদকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মীরা।