হেলেনা নিজে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মিঠুন তার বাড়িতে, তুতো ভাইবোন এবং কুকুরদের নিয়ে বাস করত। বিয়ের পর সেখানেই হেলেনা থাকতেন।হেলেনার মতে, মিঠুনের তুতো ভাইবোনেরা তার সমস্ত অর্থ ব্যয় করত, যা মোটেই পছন্দ ছিল না। তাদের আলাদা করারও চেষ্টা করেছিলেন হেলেনা। এবং তাতে রাজি ছিলেন না মিঠুন, যার ফলে মিঠুনের থেকে আলাদা হয়ে যান হেলেনা।