Bigg Boss 15 Contestants Miesha Iyer: রিয়ালিটি শো কুইন বললে ভুল হবে না, বিকিনি লুকে সোশ্যাল স্টার মাইশা

Published : Oct 27, 2021, 12:22 PM ISTUpdated : Oct 27, 2021, 02:23 PM IST

স্প্লিটসভিলা থেকে শুরু মাইশার সফর। একের পর এক রিয়্যালিটি শোতে নিজের স্থান করে নিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে এই মডেল। বর্তমানে তিনি ভারতের সর্বাধিক জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৫ এর প্রতিযোগী।

PREV
18
Bigg Boss 15 Contestants Miesha Iyer: রিয়ালিটি শো কুইন বললে ভুল হবে না, বিকিনি লুকে সোশ্যাল স্টার মাইশা

স্প্লিটসভিলা মাইশা (Miesha Iyer) সকলের নজর কেড়েছিলেন তার দুর্দান্ত পারফর্ম সঙ্গে স্টাইল আইকন হয়ে। শোয়ে প্রথম থেকেই ছিলেন সকলের চোখের মণি। 

28

এই শো থেম আশিষ ভাটিয়া সঙ্গে জুটি বেঁধেছিলেন, দিনের-পর-দিন ছিলেন তারা আইডিয়াল ম্যাচ। পুরো শো এক কথায় প্রাণকেন্দ্র হয়ে উঠেছিলেন এই দুই।

38

মাইশার জনপ্রিয়তার শুরু তখন থেকেই। পাশাপাশি তাকে সোশ্যাল মিডিয়া স্টার বললে খুব একটা ভুল বলা হবে না। ফ্যাশন সবটাই ভক্তদের মন কাড়ে।

48

বর্তমানে সেই সুপারমডেলই জায়গা করে নিয়েছে বিগ বসের ঘরে। একই সাথে দেখা যাচ্ছে প্রতীক কেও। তিনিও স্পিচ ভিলা খ্যাত মডেল। 

58

মাইশা প্রতিবারের মতো এবারও তার উপস্থিতিতে সকলের নজর কাড়লেন। এখনো পর্যন্ত বসের ঘরে সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠা তাদের মধ্যে তিনি একজন।

68

হট লুক একাধিকবার নজর কেড়েছেন তিনি সকলের। পোশাক নির্বাচন থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবই যেন মাইশার হাতের তালুতে। 

78

একাধিকবার বিকিনি লুকে ছবি শেয়ার করে ভক্তদের তাক লাগিয়েছেন তিনি। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সাহসী লুকে অনবদ্য মাইশা।

88

এখন দেখার বিগবসের ঘটে তার সফর ঠিক কতটা জোরদার হয়। শেষ হাসি কে হাসে, তা দেখার অপেক্ষায় এখন নিত্য ড্রইংরুমে ভিড় জমাচ্ছে দর্শকেরা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories