সুন্দর নয়, সারাকে ভিখারিনীর মত লাগছিল, কেন বলেছিলেন সাইফপত্নী

সারা আলি খান ছোট থেকেই নানা রকম মজার গল্পে জড়িয়ে। কখনো উঠে আসে তার ডায়েট নিয়ে নানা মজার তথ্য, কখনো আবার সামনে এসে নাচতে গিয়ে পয়সা নেওয়ার ঘটনা। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই খোলাসা করেন সারা।

Jayita Chandra | Published : Sep 29, 2020 12:19 PM
19
সুন্দর নয়, সারাকে ভিখারিনীর মত লাগছিল, কেন বলেছিলেন সাইফপত্নী

সম্প্রতি সামনে এসেছিল সারা আলি খান এ পথে পথে ভিক্ষে ঘোড়ার ঘটনা। ঠিক কী ঘটেছিল তখন।

29

সারা আলি খানের বাবা সইফ ও তার মা অমৃতা তাদের দুই সন্তান কে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। বলিউড দুই সেলেব তখন শপিং নিয়ে মত্ত।

39

বাইরে পরিচারিকার সঙ্গে অপেক্ষা করছিলেন সারা আলি খান ও তার ভাই। এমনই সময় আপন মনে নিচে ওঠেন সারা।

49

কিছুক্ষণ পরই সারা লক্ষ্য করে তাকে এসে সবাই পয়সা দিয়ে যাচ্ছে। তা দেখে আরো মজা পায় ছোট্ট সারা। 

59

নাচ করে পয়সা পাওয়া যায়, ভেবেই মজায় পায় সারা এবং বেশ উপভোগ করতে থাকে সকলে এগিয়ে এসে তাকে টাকা দেওয়ার বিষয়টি। 

 

69

কিছুক্ষণের মধ্যেই দোকান থেকে বেরিয়ে আসে অমৃতা। বিষয়টা লক্ষ্য করি বেজায় চটে যান তিনি। মুহূর্তে তিনি সারাকে কাছে টেনে নেয়। 

79

আশপাশে থাকা অনেক এই বিষয়টা বুঝতে পেরে বলেন, সারা কি এত মিষ্টি লাগছিলো যে তার জন্যই তারা এই টাকাগুলো। 

89

মুহুর্তের মধ্যে মেজাজ হারিয়ে অমৃত বলে বসেন, মিষ্টি নয় তাকে ভিখারিনী লাগছিলো তাই সবাই এই টাকা সারা কে দিয়েছেন। 

99

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমনই তথ্য সামনে এনেছেন সারা আলি খান। এরপরই মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এই খবর। সেই স্মৃতি আজও ভোলেনি সারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos