ঠোঁটে ঠোঁট লাগিয়ে গাঢ় চুম্বন, সূরজের সঙ্গে চরম অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন মৌনি, রইল ছবি


বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন মৌনি রায়। টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী।  তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তেরা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের ঘুম উড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি স্বামী সূরজের সঙ্গে ঠোঁটঠাসা চুম্বনের ছবি পোস্ট করেই নেটপাড়ায় আগুন জ্বালালেন মৌনি রায়। স্বামীর জন্মদিনের দিন মধ্যরাতেই  একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেই শিরোনামে উঠে এসেছেন সূরজ ও মৌনি। মুহূর্তে ভাইরাল অন্তরঙ্গ ছবি।

Riya Das | Published : Aug 9, 2022 9:52 AM IST
110
ঠোঁটে ঠোঁট লাগিয়ে গাঢ় চুম্বন, সূরজের সঙ্গে চরম অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন মৌনি, রইল ছবি


বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  
 

210


বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  
 

310


স্বামীর জন্মদিনের দিন মধ্যরাতেই  একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেই শিরোনামে উঠে এসেছেন সূরজ ও মৌনি।  স্বামী সূরজের সঙ্গে ঠোঁটঠাসা চুম্বনের ছবি পোস্ট করেই নেটপাড়ায় আগুন জ্বালালেন মৌনি রায়। ভালাবাসায় মাখামাখি হট কাপলের ছবিতে কাঁপছে নেটপাড়া।

410

ধবধবে সরু ফিতের সাদা পোশাকে দেখা গিয়েছে মৌনি রায়কে। সেক্সি বডিকন ড্রেসে  ঝড় তুলেছেন অভিনেত্রী।  মৌনির স্বামী সূরজকেও সাদা টি-শার্ট এবং ডেনিম জিন্স পরে দেখা গেছে। দুজনেই চোখে রোদচশমা দিয়ে ছবিতে পোজ দিয়েছেন।

510

জন্মদিনের দিন মধ্যরাতেই স্বামী সূরজের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মৌনি রায়। যার ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন আমার জীবনের উজ্জ্বল নক্ষত্র। আমাকে সেরা চুমু ও আদরে ভরিয়ে রাখার সবচেয়ে প্রিয় মানুষ। গোটা জীবন তোমার সঙ্গে কাটানোর অপেক্ষায়...।

610

জন্মদিনের দিন মধ্যরাতেই স্বামী সূরজের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মৌনি রায়। যার ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন আমার জীবনের উজ্জ্বল নক্ষত্র। আমাকে সেরা চুমু ও আদরে ভরিয়ে রাখার সবচেয়ে প্রিয় মানুষ। গোটা জীবন তোমার সঙ্গে কাটানোর অপেক্ষায়...।

710


সূরজকে জড়িয়ে ধরে একগুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন মৌনি। যেখানে দেখা যাচ্ছে মৌনির ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন সূরজ। ভালবাসার সেই অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।
 

810

মৌনির শেয়ার করে ছবিতে সূরজের সঙ্গে সিজলিং কেমিস্ট্রি ধরা পড়েছে।  স্বামীর সঙ্গে রোম্যান্টিক পোজে ধরা দিয়েছেন বলি নায়িকা। প্রতিটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ছবি প্রকাশ্যে আসতেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।  স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে নিজেকে মেলে ধরেছেন মৌনি রায়। 

910

যদি প্রথমবার নয়, এর আগেও বহুবার উষ্ণ ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। খোলা চুলে তার এই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন এই বঙ্গ তনয়া। কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

1010

দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মৌনি রায়। দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের  রিয়েল এস্টেটের  ব্যবসা রয়েছে। মৌনির আদি শ্বশুরবাড়ি বেঙ্গালুরুতে তবে কাজের সূত্রে দুবাইতে থাকেন সূরজ। সূত্রের খবর ২০১৯ সাল থেকেই সম্পর্কে রয়েছেন মৌনি ও সূরজ । 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos