মেহেন্দির অনুষ্ঠানে হলুদ রঙের লেহেঙ্গা চোলি পরেছিলেন মৌনি রায় (Mouni Roy Wedding)। গলায় ভারি হার, কানে বড় দুল, মাথায় মাঙ্গটিকা পরে লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন মৌনি রায়। সোফায় বসে মেহেন্দি পরার ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পরেছে। মৌনির মেহেন্দির অনুষ্ঠানে অর্জুন বিজলানিকে দেখা গিয়েছে।