লকডাউনে অনুষ্কার একগুচ্ছ সেরা ছবি, কোথায় দেখতে পাবেন, রইল হদিশ

'রব নে বানা দি জোড়ি'- এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন অনুষ্কা শর্মা। যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খানের বিপরীতে তার অভিনয় নজর কেড়েছিল। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একে একে সুপারহিট ছবি দিয়ে বক্স অফিসে হিটের তকমা পেয়েছে অনুষ্কা।বর্তমানে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গাটছড়া বেধে চুটিয়ে সংসার করছেন অনুষ্কা। লকডাউনে ঘরে বসে সময় কাটছে না। মুশকিল আসান করবে অনুষ্কার একগুচ্ছ ছবি। কোথায় দেখতে পাবেন, জেনে নিন বিশদে।

Riya Das | Published : May 1, 2020 1:40 PM
17
লকডাউনে অনুষ্কার একগুচ্ছ সেরা ছবি, কোথায় দেখতে পাবেন, রইল হদিশ

রব নে বানা দি জোড়ি- এই ছবিতেই বলিউডে ডেবিউ করেছিলেন অনুষ্কা শর্মা। বলিউডের বাদশা শাহরুখ খানের বিপরীতে তার অভিনয় নজর কেড়েছিল। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছবিটি আমাজন প্রাইমে দেখা যাবে।

27

সুলতান- সলমনের বিপরীতে ছবিতে নজর কেড়েছিলেন অনুষ্কা। অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবিটি দেখা যাবে।

37


পরী- বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা অভিনীত অন্যতম হরর ছবি 'পরী'। ছবিতে অনুষ্কার অভিনয় দারুণ নজর কেড়েছিল। ছবিতে অনুষ্কার বিপরীতে  পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে দেখা গেছে। ছবিটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

47


সুই ধাগা- একদম সাদামাটা ছাপোষা লুকে এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা গেছে অনুষ্কাকে। ছবিটি বক্স অফিস হিটও করেছিল। আমাজন প্রাইম ভিডিওতে ছবিটি দেখা যাবে।

57

ফিল্লাউরি- অনুষ্কা অভিনীত ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ছবিটি বেশ মজাদার।  ছবিটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।

67


ব্যান্ড বাজা বরাত- এই ছবিটিও সুপারহিটের তকমা পেয়েছিল। এবং এই ছবির পর থেকেই রণবীর সিং-এর প্রেমে পড়েছিলেন অনুষ্কা। ছবিটি আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।

77

এনএইচ১০- এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। হলিউড থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। ছবিটি জি-ফাইভে দেখতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos