সুশান্ত সিং রাজপুতের কেসে পুলিশের সঠিক ভুমিকা কী, তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠতে দেখা গিয়েছে বিভিন্ন মহলে। তবে তদন্ত চলছিল তদন্তের পথেই। কিন্তু বেশকিছু তথ্য এবার সামনে উঠে আসছে যা ঘিরে নেটমহল এক কথায় ফুঁসছে মুম্বই পুলিশের ভুমিকাতে। বিহার পুলিশ কেন পাচ্ছে না কোনও সহযোগিতা না নিয়েও উঠছে প্রশ্ন।
১৪ জুন মুম্বইয়ের বান্দ্রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তড়িঘড়ি তদন্তে নেমে ছিলেন মুম্বই পুলিশ। কর্মেই চাপ বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়।
28
তবে সেই কেস কতটা এগিয়েছে, ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে এই তদন্ত, তা এখনও স্পষ্ট নয়। একাধিকবার মুম্বই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল নেটদুনিয়া। তা নিয়ে এবার মুখ খুলেলেন অভিনেতার বাবা।
38
অভিযোগের ভিত্তিতে কেস গেল বিহার পুলিশের হাতে। সেখান থেকেই এবার উঠে আসছে একাধিক প্রশ্ন। কেন যে তথ্য বিহার পুলিশকে বলেছিলেন কেকে সিং তা মুম্বই পুলিশকে বলেননি।
48
সুশান্তের বাবার কথায় রিয়ার ওপর বিস্তারিত তদন্ত হওয়া উচিত, তবে কেন মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুর বেশকিছুদিন পর ডেকে পাঠালেন রিয়াকে।
58
নেপোটিজম নিয়ে প্রশ্ন ওঠে, অথচ এখনও জেরার মুখে পড়তে হল না অনেক প্রযোজক সংস্থাকেই। পাশাপাশি বিহার পুলিশকে সহযোগিতা করতে এত দ্বিধা কোথায়। রিয়া চক্রবর্তী মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন, আইনজীবী মারফত কোর্টে আর্জি জানিয়েছেন, অথচ গা ঢাকা দিয়েছেন বিহার পুলিশের থেকে।
68
দিশা আত্মহত্যার ফোল্ডার কীভাবে মুছে যেতে পারে! তা যখন মুম্বই পুলিশের থেকে চাওয়া হয়, তখন বিহার পুলিশকে তাঁরা জানিয়েছিলেন যে ফাইল ডিলিট হয়ে গিয়েছে।
78
সুশান্তের পোস্টমর্টাম রিপোট কেন দেখতে দেওয়া হচ্ছে না বিহার পুলিশকে। মুম্বই পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের দেখতে দেওয়া হবে না সেই রিপোর্ট।
88
সর্বশেষ, ৪ সদস্যের দলকে ঢুকতে দেওয়া হল, তদন্তের খোঁজ করতে দেওয়া হল, আর ঠিক তার চারদিন পরই আইপিএস বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইন করে দেওয়া হল ১৪ দিনের জন্য!
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।