নেপোটিজম নিয়ে প্রশ্ন ওঠে, অথচ এখনও জেরার মুখে পড়তে হল না অনেক প্রযোজক সংস্থাকেই। পাশাপাশি বিহার পুলিশকে সহযোগিতা করতে এত দ্বিধা কোথায়। রিয়া চক্রবর্তী মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন, আইনজীবী মারফত কোর্টে আর্জি জানিয়েছেন, অথচ গা ঢাকা দিয়েছেন বিহার পুলিশের থেকে।