একের পর এক তথ্য সামনে উঠে আসছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কেসে। কখনও জড়িয়ে পড়ছে মাদক চক্রের যোগ, কখনও আবার সামনে উঠে আসতে দেখা যাচ্ছে বলিউড সেলেবদের নাম। বর্তমানে প্রশ্ন সৃষ্টি করেছে ২৫ বলিউড সেলেবের নাম, যা উঠে এসেছে জেরায়। এরই মাঝে সুশান্তের ফার্ম হাউসে হানা দিল এনসিবি।
সেখান থেকেই উদ্ধার হয়েছে একাধিক জিনিস। পাওয়া গিয়েছে হুক্কা। মাঝে মধ্যেই সেখানে উপস্থিত থাকতেন স্যামুয়েল মিরান্ডা, সিদ্ধার্থ পিটানিও।
58
রয়েছে ছোট বড় মাঝারি এস্ট্রেও। ওষুধও পাওয়া গিয়েছে সেখান থেকে।
68
সম্প্রতি মাদক চক্রে উঠে এসেছে একাধিক তারকাদের নাম। এই ফার্ম হাউসেই নাকি চলত পার্টি।
78
এমনটাই দাবি করেছেন কেয়ারটেকার। তাঁর কথায় এখানে মাঝে মধ্যেই পার্টির আসবে উপস্থিত থাকতেন বিভিন্ন বলিউড সেলেব।
88
আড়াই লক্ষ টাকা ভাড়ার এই ফার্ম হাউসে এসে থেকে গিয়েছেন সারা আলি খানও। সেখানেই তল্লাশি করে এবার এনসিবির হাতে এল বহু জিনিস।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।