অর্জুনের থেকে বেশি রোজগার মালাইকার, সেলেব জুটির বছরে আয়ের পরিমাণ

মালাইকা ও অর্জুন, বলিউডের দুই পাওয়ার কপিল। যাঁদের প্রেমের চর্চা নেটদুনিয়ায় নিত্য হয়ে থাকে। ট্রিপ থেকে শুরু করে বিয়ের জল্পনা, লিভইন থেকে শুরু করে পরিবার পরিকল্পনা কিছুই বাদ থাকেনা লাইম লাইট থেকে। এই স্টানিং সেলেবের বার্ষিক আয়ের কত

Jayita Chandra | Published : Feb 2, 2021 8:40 PM
19
অর্জুনের থেকে বেশি রোজগার মালাইকার, সেলেব জুটির বছরে আয়ের পরিমাণ

বলিউডের এখন সব থেকে বেশি চর্চায় থাকা কপিলের মধ্যে অন্যতম নাম হল অর্জুন মালাইকা। 

29

বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দুই তারকাই। কিন্তু বর্তামেন সিনে জগত থেকে সরে গিয়েছেন মালাইকা। 

39

তবে ভাটা পড়েনি লাইফস্টাইল থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্টে। বর্তমান অভিনেত্রীদের টেক্কা দিয়ে ভাইরাল হয়ে উঠছেন প্রতিমুহূর্তে। 

49

যদিও অর্জুন কাপুরের ক্ষেত্রে বিষয়টা আলাদা। অর্জুন কাপুরের হাতে বেশ কয়েকটি প্রজোক্ট রয়েছে এখন। 

59

তবে কীভাবে এত দামী গাড়ি বা লাইফ লিড করছেন এই জুটি। উত্তরটা খুব সহজ। মালাইকা মানেই ফ্যাশন দুনিয়ার হট কেক। 

69

মালাইকা একাধিক ফ্যাশান শো-এর সঙ্গে যুক্ত। যুক্ত রয়েছে বেশ কয়েকটি রিয়ালিটি শো-এর সঙ্গেও। 

79

এর জেরেই আয় হয়ে থাকে তাঁর। মোটের ওপর মালাইকার আয় ১০০ কোটি টাকা বছরে। অর্জুনের এর থেকে বেশ কিছুটা কম।

89

বর্তমানে অর্জুন কাপুরের বার্ষিক আয় ৮৮ কোটি টাকা। এই দুই স্টার মিলিয়ে বছরে রোজগার করে থাকে ১৮৮ কোটি টাকা। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos