অমিতাভ না অভিষেক, বর্তমানে কার আয় কত, বাবার থেকে কত কঠিন পেতে চলেছেন জুনিয়ার বচ্চন

Published : Feb 05, 2021, 09:19 AM IST

কথা বলে বাপকা বেটা। অভিষেক এক্ষেত্রে তা ষোল কলা পূর্ণ হয় অভিনয়ের দিক থেকে। তবে যদি জনপ্রিয়তা প্রসঙ্গ আসে তবে অমিতাভ বচ্চন কে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা বিটাউনে এখনো কারও নেই।

PREV
19
অমিতাভ না অভিষেক, বর্তমানে কার আয় কত, বাবার থেকে কত কঠিন পেতে চলেছেন জুনিয়ার বচ্চন

তবে ধীরেসুস্থে হলেও ভালো ব্যাটিং করছেন অভিষেক বচ্চন,  লড়াই করে ময়দান ছাড়তে নারাজ তিনি।

29

কখন উঠে এসেছে বাবার অভিনয়ের সঙ্গে তুলনা। কখনো আবার বিদ্রুপ ব্যঙ্গ। তবুও অভিনয় থেকে সরে দাঁড়াননি অভিষেক।

39

সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। সংখ্যাটা কম হলেও বলিউডে তার আস্থা রয়েছে ভালোই।
 

 

49

বড়পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, চেষ্টার কোন ত্রুটি নেই। তবে কিয়া এর দিক থেকে বাবার ধারেকাছেও পৌঁছতে পারলেন অভিষেক।

59

অমিতাভ বচ্চনের 2015 সালের আইন হিসেবে মোট সম্পত্তির পরিমাণ ২৪০০ কোটি টাকা।

69

কথায় এই পরিমাণ সম্পত্তি ভাগ হবে দুটো ভাগে। অর্ধেক পাবেন অভিষেক অর্ধেক পাবেন শ্বেতা।

79

তবে অভিষেকের একাকী আয় খুব একটা বেশি নয়। যেখানে বাবা 400 মিলিয়ন ডলার সঞ্চয় করেছেন, সেখানে ছেলে দৌড়ে 30 মিলিয়ন ডলার।

89


বর্তমানে অভিষেকে এটাই মোট সম্পত্তির পরিমাণ। পরবর্তীতে বাবার উত্তরাধিকারসূত্রে অমিতাভের 50% তার কাছেই আসবে।

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories