রিয়া চক্রবর্তীকে টানা ১০ ঘন্টা জেরা করার পর ফের সিবিআইর সাত ঘন্টা জেরা করে তাঁকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিবিআইয়ের হস্তক্ষেপে বেঁকে বসেছেন রিয়া। সূত্রের খবর, ইডি-র জেরাতেও রিয়া সহযোগিতা করেননি। এবারেও একই খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, রিয়া সিবিআই জেরায় কিছুতেই সহযোগিতা করতে চাইছেন না। তিনি রীতিমত অ্যাটিটিউড দেখান সিবিআই অফিসারদের। যার জেরে সিবিআই অফিসার নূপুর প্রসাদ সপাটে চড় মারেন রিয়াকে। এমনই খবরে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।