সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা, সিবিআই-এর চড় রিয়াকে, টুইটে জল্পনা তুঙ্গে

রিয়া চক্রবর্তীকে টানা ১০ ঘন্টা জেরা করার পর ফের সিবিআইর সাত ঘন্টা জেরা করে তাঁকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিবিআইয়ের হস্তক্ষেপে বেঁকে বসেছেন রিয়া। সূত্রের খবর, ইডি-র জেরাতেও রিয়া সহযোগিতা করেননি। এবারেও একই খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, রিয়া সিবিআই জেরায় কিছুতেই সহযোগিতা করতে চাইছেন না। তিনি রীতিমত অ্যাটিটিউড দেখান সিবিআই অফিসারদের। যার জেরে সিবিআই অফিসার নূপুর প্রসাদ সপাটে চড় মারেন রিয়াকে। এমনই খবরে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। 

Adrika Das | Published : Aug 29, 2020 4:21 PM IST
19
সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা, সিবিআই-এর চড় রিয়াকে, টুইটে জল্পনা তুঙ্গে

রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় প্রাইম সাসপেক্টের মধ্যে দু'জন। 

29

মাদক, খুনের পরিকল্পনা, অর্থ জালিয়াতির অভিযোগ এসেছে এই দুই ভাই-বোনের বিরুদ্ধে। 

39

সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্কের পর থেকেই বিভিন্ন ভাবেই রিয়ার পরিবারের একাধিক খরচা সুশান্তে নিজের কাঁধে নেন। 

49

সুশান্তের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। 
 

59

কেবল তাই নয়, রিয়ার বিরুদ্ধে এও অভিযোগ এসেছে তিনি সুশান্তকে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে দিতেন। 

69

এই ধরণের নানা অভিযোগ মিথ্যে বলে দাবি করলেও রিয়া এবার সিবিআইয়ের জেরায় বেঁকে বসেছেন। 

79

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া টুইটের মাধ্যমে খবর ছড়ায় সিবিআই অফিসার নূপুর প্রসাদ রিয়াকে চড় মেরেছেন। 

89

নেটিজেনের দাবি অনুযায়ী, সিবিআই তদন্তে সহযোগিতা না করায় চড় মারতে বাধ্য হয়েছিল নূপুর প্রসাদ। 

99

এই খবরের সত্যতা যাচাই না করা হলেও এই খবরকে সত্যি বলে মেনে নিয়েছে নেটিজেনরা। যার জন্য রীতিমত আনন্দিতও তারা।    

Share this Photo Gallery
click me!

Latest Videos