Published : Aug 29, 2020, 03:32 PM ISTUpdated : Aug 29, 2020, 03:47 PM IST
অবশেষে সুশান্ত সিং রাজপুত ভক্তদের উচ্ছ্বাস। সড়ক টু ছবিটি মুক্তি পেতেই সবচেয়ে কম রেটিং পেয়ে ফের রেকর্ড গড়ল। আইএমডিবি-তে ১.১ রেটিং পেল সড়ক টু। সম্প্রতি হটস্টারে ছবিটি মুক্তি পেতেই একের পর এক খারাপ রিভিউতে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। কেবল নেটিজেন এবং সুশান্ত ভক্তরাই বিভিন্ন চলচ্চিত্র সমালোচকরাও ছবিটিকে দুই কিংবা ২.৫ এর বেশি রেটিং দিতে পারেনি। ট্রেলারেও অবশ্য তেমন কোনও উপাদান ছিল না বলেই দাবি করেছিল নেটিজেনরা। সেখান থেকেই এবার ছবিটির রিভিউয়ের পালা।
কোনও স্টারকিডই বাঁচাতে পারেনি ছবিটিকে। সুশান্ত ভক্তদের রোষে সম্পূর্ণ রূপে মুখ থুবড়ে পড়ল ছবিটি।
711
১২ অগাস্ট ছবিটির ট্রেলার মুক্তি পায়। যার পর ১২ মিলিয়ন ডিজলাইক এসে ভারতের সবচেয়ে ডিজলাইকড ভিডিও তৈরি হয়।
811
জাস্টিন বিবারের বেবি গানে এতদিন ছিল সবচেয়ে বেশি ডিজলাইকের সংখ্যা। তাকেও ছাঁপিয়ে গিয়েছে সড়ক টু।
911
সুশান্তের মৃত্যুতে মহেশ ভাটের নাম জড়ায়। তাতেই রীতিমত ফুঁসতে থাকে সুশান্ত ভক্তরা।
1011
অন্যদিকে রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের অবৈধ সম্পর্কের অভিযোগও তোলে একাধিক দেশাবাসী।
1111
যার জেরে সড়ক টু-কে ফ্লপ করানোর একরকম দায়িত্ব নিয়ে বসেছিল সাইবারবাসীরা। যা অবশেষে সম্ভবও হল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।