সোনাম কি অন্তঃসত্ত্বা, লকডাউন ছাড়াও কি আইসোলেশনের অন্য কারণ রয়েছে, জল্পনা তুঙ্গে

সোনাম কাপুর ও আনন্দ আহুজা গত কয়েকমাস ধরেই নিজেদের আইসোলেশনে রেখেছেন। বর্তমানে কোনও ছবির কাজই হাতে নেননি সোনাম কাপুর। কেন, উঠছে প্রশ্ুন, তবে কী লকডাউনে গোপনে অন্য কোনও সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি! জল্পনা তুঙ্গে 

Jayita Chandra | Published : Jul 1, 2020 5:17 AM IST
18
সোনাম কি অন্তঃসত্ত্বা,  লকডাউন ছাড়াও কি আইসোলেশনের অন্য কারণ রয়েছে, জল্পনা তুঙ্গে

লকডাউনের পর থেকেই নিজেকে আইসোলেশনে রেখেছেন সব তারকাই। তবে সোনাম কাপুরের আইসোলেশন ঘিরে উঠছে নয়া প্রশ্ন। 

28

লকডাউনের শুরু থেকেই কোনও ছবির প্রস্তাব গ্রহণ করেননি তিনি। দিল্লির ভিলাতে আনন্দের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। 

38

বাড়িতে হেয়ার কাট থেকে শুরু করে ফেস প্যাক, বরের সঙ্গে যাকে বলে চুটিয়ে সংসার করা, তবে আইসোলেশনের কী অন্য কোনও কারণ রয়েছে প্রশ্ন তুলছে নেটিজেনদের একাংশ।

48

সোনাম কাপুরকে দেখা গিয়েছে বিভিন্ন সময় হালকা পোশাক পরে থাকতে, যার মধ্যে প্রেগনেন্সির পোশাকও রয়েছে। 

58

এছাড়াও দেখা গিয়েছে তিনি জানলা থেকে পরিবারের সকলের সঙ্গে কথা বলছেন, নিয়মিত শরীরচর্চা করছেন, ও সম্প্রতি জন্মদিনে বাড়িতে ফিরে সেখানেই রয়েছেন।

68

এক সংবাদ মাধ্যমের দাবি সোনাম কাপুর অন্যান্য স্টারেদের আগেই মা হতে চলেছেন। বর্তমানে অনুষ্কা থেকে শুরু করে দীপিকা, সকলেই রয়েছেন নজরে। 

78

যদিও এই বিষয় প্রকাশ্যে কিছুই জানাননি সোনাম ও আনন্দ। তাঁরা যদি কোনও সিদ্ধান্ত নিয়েও থাকেন, তবে সবটাই গোপনে। 

88

বিটাউনের জল্পনা মাত্র যে তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে। যদিও এর আগে একাধিকবার এমনটা রটেছিল, তাই পরিবারের তরফ থেকে যতক্ষণ না কোনও বার্তা আসছে, ততক্ষণ পর্যন্ত এই খবর কেবল রটনাই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos