সদ্যোজাত কন্যাকে নিয়ে মাতলেন করিনা-তৈমুর, মুহূর্তে ভাইরাল ছবি, কে এই শিশুটি

Published : Nov 13, 2020, 07:40 AM IST

নবাব পরিবারের ছবিটা এখন বেশ খানিকটা আলাদা। আনন্দ উৎসবে মেতে এখন ভাইরাল করিনার পরিবার। ইতিমধ্যে একাধিক ছবি ভাইরাল হয়েছেন, তবে মুহূর্তে ঝড় তুললো এই সদ্যোজাত কন্যা, তৈমুরের করলে কে এই ছোট্ট মেয়েটি!

PREV
18
সদ্যোজাত কন্যাকে নিয়ে মাতলেন করিনা-তৈমুর, মুহূর্তে ভাইরাল ছবি, কে এই শিশুটি

করিনা কাপুর মানে নেটদুনিয়ায় উষ্ণ আবেদন, করিনা মানেই রাতারাতি ভাইরাল। সম্প্রতি বেবি বাম নিয়ে একাধিকবার জনসমক্ষে এসেছেন করিনা।

28

লকডাউনে শুনিয়েছিলেন সুসংবাদ, সেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। কিছুদিনের মধ্যেই মিলবে সুখবর।

38

এমনই সময় করিনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সদ্যোজাত কন্যার ছবি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ বেবো। যে দেখামাত্রই চমকে উঠলেন সকল।

48

না, এই কন্যা করিনার নয়। তৈমুরের সঙ্গে খেলায় মত্ত এই ছোট্ট শিশুটি করিনা টিমের সদস্য নয়নার। অগাস্ট মাসে মা হয়েছেন তিনি।

58

দিওয়ালি ফেস্টিভ্যালে করিনা বাড়িতে দেখা করতে আসে এই শিশুকে নিয়েই। তাকে নিয়ে খেলায় মত্ত তৈমুর। সেই ছবি ফ্রেমবন্দি।

68

করিনা এখন সোশ্যাল মিডিয়া বেজায় অ্যাক্টিভ। ভক্তদের জন্য সব আপডেট টাইম টু টাইম দিয়ে থাকেন তিনি। তবে সদ্যোজাত কন্যার ছবি পোস্ট হতেই তা ভাইরাল। 

78

যদিও করিনার ডেলিভারিতে আর কয়েকদিন হাতে রয়েছে, এ কন্যা সন্তানের ছবি ভক্তরা প্রথমে খানিক চমকে উঠলেও সুখবর পেতে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে।

88

এখন সেই অপেক্ষাতেই দিন গুনছে করিনা ভক্তরা। যেভাবে সকলের মাঝে ভাইরাল হয়ে উঠেছিল তৈমুর, এবার স্পটলাইটে নতুন অতিথি আসার পালা।

click me!

Recommended Stories