'কন্যাসন্তান'ই চাই করিনার, পিছনে রয়েছে এই বিশেষ কারণ, ফাঁস করলেন নিজেই

Published : Nov 12, 2020, 04:37 PM IST

অন্তঃসত্ত্বাকালীন শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। প্রেগনেন্সি অবস্থাতেও স্টাইল আইকনের জুরি মেলা ভার।  আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে পতৌদি পরিবারে। পুত্রসন্তান না কন্যাসন্তান কী আসতে চলেছে সইফিনার জীবনে, তা জানার সঙ্গে মুখিয়ে রয়েছে নেটিজেনরা। এবার বড়সড় বোমা ফাটালেন করিনা কাপুর।

PREV
112
'কন্যাসন্তান'ই চাই করিনার, পিছনে রয়েছে এই বিশেষ কারণ, ফাঁস করলেন নিজেই

গর্ভাবস্থাকালীনও গ্ল্যামার একটুকুও কমেনি বরং দ্বিগুন বেড়েছে করিনার।  তৈমুরের সময়েও করিনার ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়া ছিল, এবারও তেমনটাই হয়েছে।

212

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। প্রেগনেন্সি অবস্থাতেও স্টাইল আইকনের জুরি মেলা ভার।  

312

আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে পতৌদি পরিবারে। খুব শীঘ্রই দাদা হতে চলেছে তৈমুর।

412

৪০ বছর বয়সে দ্বিতীয়বার সন্তানের মা হতে চলেছেন বেবো, এবং ৫০ পেরিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ আলি খান।

512

দীর্ঘদিন ধরে গুঞ্জনের মধ্যেই নিজেই জানিয়েছেন এই খুশির খবর। তার পর থেকেই তাকে ঘিরে শোরগোল নেটদুনিয়ায়।

612

পুত্রসন্তান না কন্যাসন্তান কী আসতে চলেছে সইফিনার জীবনে, তা জানার সঙ্গে মুখিয়ে রয়েছে নেটিজেনরা। 

712


তৈমুরের জন্মের সময় করিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছেলে না মেয়ে কী চান তিনি। তার উত্তরে বেবো জানিয়েছিলেন, ছেলে বা মেয়ে কোনও কিছু নিয়েই তার ট্যাবু নেই।

812

তবে করিনা এইবার মনে প্রাণে কন্যাসন্তান চাইছেন। এমনই ইচ্ছা প্রকাশ  করেছেন করিনা কাপুর।

912


যদিও কন্যাসন্তান চাওয়ার কারণে বিশেষ কারণ রয়েছে। তা নিজেও জানিয়েছেন অভিনেত্রী। তারাও যেহেতু দুই বোন তাই মেয়েরা বাবা-মায়ের খেয়াল রাখে বলে মনে করেন করিনা।

1012

দিদি করিশ্মা ও করিনা যেভাবে বাবা রণধীর এবং মা ববিতা-কে দেখাশোনা করেন, ছেলে হলে এমনটা করত না বলেই করিনার মত।

1112

প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
 

1212


গর্ভাবস্থার কারণে পা ফুলে গেছে করিনার। যার কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে মম টু বি র।
 

click me!

Recommended Stories