এতেই আরও চটেছে নেটমহল। তাদের কথায়, এত সময় নিলে পুলিশ এবং বলিউডের 'গ্যাং' সমস্ত প্রমাণ লোপাট করে দেবে। এবং বিষয়টি ধীরে ধীরে থিতিয়ে যাবে। প্রসঙ্গত, করোনাকে তয়াক্কা না করেই দিল্লির রাস্তায় চলছে প্রতিবাদ। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর জেরে সিবিআই তদন্ত চাই-ই চাই। হোর্ডিং টাঙানো হয়ে গিয়েছে জায়গায় জায়গায়।