Viral Nora Fatehi: দুবাইয়ের প্রাইভেট চিড়িয়াখানায় নোরায়, সিংহের সঙ্গে পোজ দিতেই ভাইরাল ছবি

বর্তমানে ছুটির মেজাজে নোরা ফাতেহি, বেশ কয়েকদিন ধথরেই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নজরে আসছে নোরা ফাতেহির ভ্যাকেশন থেকে একাধিক ছবি। তবে এবার সামনে এলো নোরার নতুন পোজ, যা মুহূর্তে ভাইরাল নেট পাড়ায়। এত সাহসী নোরা!

Jayita Chandra | Published : Feb 4, 2022 5:07 AM IST
19
Viral Nora Fatehi: দুবাইয়ের প্রাইভেট চিড়িয়াখানায় নোরায়, সিংহের সঙ্গে পোজ দিতেই ভাইরাল ছবি

নোরা ফাতেহি (Nora Fatehi), এক কথায় বলতে গেলে এই হট কুইনের সোশ্যাল মিডিয়ার পাতায় সর্বদাই চোখ আটকে আট থেকে আশির। আর ভক্তদের বিন্দু মাত্র নিরাশ করেন না তিনি। তাই এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media Star) সকলকে চমকে সিংহের (Pose With Lion) সঙ্গে পোজ দিলেন তিনি। যা মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

29

নোরা ফাতেহির সিম্পল লুক ও মিষ্টি সভাবই যেন সকলের নজরের কেন্দ্রে, তবে তিনি যে বেজায় সাহসী তার প্রমাণ মিলল এবার। বর্তমানে লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে খানিকটা ছুটি নিয়ে দুবাইতে (Vacation Trip To Dubai) পাড়ি দিয়েছেন তিনি। সেখানেই নোরা এক ব্যক্তিগত চিড়িয়াখনায় উপস্থিত হন। 

39

নানান পশু পাশীর সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন, যা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে বর্তমানে হয়ে উঠেছে ভাইরাল, তা হবে সিংহের সঙ্গে ছবি। দুই সাদা সিংহের পাশে বসে শান্ত লুকেই পোজ দিলেন তিনি। চোখে মুখে রইল না বিন্দুমাত্র ভয়ের ছাপ। যা দেখে অবাক নেট পাড়া।

49

এরই আগে সুইমিং পুল থেকে কালো বিকিনিতে পোজ দিয়ে নজর কেড়েছেন নোরা। তবে এবার যেন সকলকে তাক লাগিয়ে চমকে দিলেন তিনি সিংহের সঙ্গে বসে পোজ দিয়ে। নোরার এই পোজ দেখে নেটদুনিয়া ভরিয়ে দিল কমেন্ট বক্স। যদিও নোরার এই প্রসঙ্গে তেমন কিছুই বললেন না। 

59

দিন দিন নোরার পার্ফেক্ট ফিগারের ঝড়ে বোল্ড আউট হচ্ছে সিনে দুনিয়া, বাঘা বাঘা সেলেবকে কড়া টক্কর দিয়ে নোরা একের পর এক পার্ফেক্ট ফ্রেমে ছবি পোস্ট করে ঝড় তুলছেন নেট দুনিয়ায়, ডান্স থেকে শুরু করে রূপ, স্টাইল, সবই যেন দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে তাঁর। 

69

নোরা ফাতেহি, (Nora Fatehi)  তাঁর রূপ বর্তমানে সকলের ঘুম কেড়েছে, যে লুকে প্রথম ধরা দিয়েছিলেন নোরা, দিন দিন তা পাল্টে বর্তমানে সকলকে তাক লাগিয়ে এক অন্য অবতারে যে তাঁর জন্ম, গ্ল্যামার যেন উপচে পড়ছে, সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (Viral Photos) একের পর এক ছবি। 

79

সদ্য মুক্তি পেয়েছে নোরার অ্যালবাম, বেলিডান্স বা আইটেম সং নয়, মাঝে মধ্যেই তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় বিভিন্ন ডান্স রিয়ালিটি শো-তে। সেখানেও তাঁর নাচের প্রসঙ্গ এক কথায় সকলের মুখে প্রশংসিত, নোরা ছোট থেকে বহু কঠিন পথ পেরিয়ে বিটাউনে নিজের জায়গা করে নিয়েছেন।

89

নোরা বরাবরই চেয়ে ছিলেন অভিনেত্রী হতে। তার লক্ষ্য ছিল বলিউড। কিন্তু অনবদ্য নাচ ও শরীরে ভঙ্গিমায় তিনি বর্তমানে আইটেম ডান্স রাজত্ব করছেন। যার ফলে এখনো স্বপ্ন রয়েছে অধরা। তবে মডেল হিসেবে তিনি অন্যতম সফল এ কথা অস্বীকার করার কোন জায়গা নেই।

99

সদ্য পুষ্পা থেকেও এসেছিল ডাক, সামান্থা প্রভুর জায়গায় নেওয়ার কথা ছিল নোরা ফাতেহিকে, কিন্তু তিনি পারিশ্রমিক বাবদ যে পরিমাণ অর্থ দাবী করেছিলেন, তা এক কথায় বলতে বাজেটের বাইরে ছিল ছবি নির্মাতাদের। আর ঠিক সেই কারণেই নোরাকে বাদ রাখা হয় পুষ্পা ছবি থেকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos