আইটেম নাম্বারে পর্দা কাঁপাতে সিদ্ধহস্ত নোরা ফতেহি (Nora Fatehi) । কিন্তু এর পিছনে ঠিক কতটা পরিশ্রম করলে এরকম হট ডান্স চিত্রায়ণ করা যায় তা অনেকেই জানেন না। এবার তা নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি।
69
'সাকি সাকি' থেকে 'দিলবর', একাধিক ডান্স নাম্বারে বলিউড কাঁপিয়েছেন নোরা ফতেহি। যার চাবুক ফিগারে যেন রীতিমতো আগুন ধরে। এবার 'কুসু কুসু' আইটেম গানের সঙ্গে নাচত গিয়েই বড়সড় বিপদে পড়লেন নোরা ফতেহি (Nora Fatehi) , ঠিক কী ঘটেছিল নাচের সময় জানালেন নোরা নিজেই।
79
নোরা জানিয়েছেন, 'কুসু কুসু' গানে পোশাকের জন্য সমস্যায় পড়েছিলেন নোরা। পোশাকের পিছনে ওড়না আটকানো ছিল পিঠের সঙ্গে এবং যার অপর প্রান্ত জোড়া ছিল গলার হারের সঙ্গে। আর তাতেই নাচতে গিয়ে গলায় ফাঁস লেগে যায় নোরার (Nora Fatehi) ।
89
নোরা (Nora Fatehi) জানিয়েছেন, গলায় ফাঁস লাগার পর মনে হচ্ছিল, 'কেউ যেন আমার গলায় দড়ি পেঁচিয়ে আমায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। নাচের সময়ে কখনও বিপদ ঘটেই থাকে কিন্তু কুসু কুসু গানের শুটিংয়ে যা ঘটেছে তা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা'।
99
নোরা (Nora Fatehi) আরও জানিয়েছেন আচমকা এই বিপদ সামলে ওঠার পরও একটানা ৬ ঘন্টা শুটিং করেছেন নোরা। সময় এতটাই কম ছিল যে ব্যথা কমানোর কোনও সুযোগ ছিল না।