হাতে ছিল কাজ, কিন্তু মিলত না পারিশ্রমিক, কেরিয়ারের শুরুতে নাজেহাল নোরা

Published : May 19, 2021, 09:30 AM IST

বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার স্বপ্ন সকলেই দেখেন। কিন্তু তা সত্যি হয় কজনের! এমনই পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছিল নোরা ফাতেহির। দেখতে বিষয়টা রঙিন হলেও কোথাও গিয়ে নোরা নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় নিয়েছিলেন বেশ খানিক। পাশে পাননি পরিবারের কাউকেই। 

PREV
110
হাতে ছিল কাজ, কিন্তু মিলত না পারিশ্রমিক, কেরিয়ারের শুরুতে নাজেহাল নোরা

বলিউডে আইটেম ডান্স মানেই এখন নোরা ফাতেহি। তাঁর নাচের মুভ থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, এক কথায় নজর কাড়ে সকলের।

210

তবে শুরুটা এতটাও সহজ ছিল না নোরার জন্য। প্রথম থেকেই তিনি পরিবারের কাউকেই পাশে পাননি।

310

পরিবারের সকলেই চাইতেন তিনি সাধারাণ চাকরি করুক। কিন্তু নোরা টিভি দেখেই নাচের অনুশীলন শুরু করেন।

410

নোরা ফাতেহি ভারতে আসেন ২০১২ সালে। তারপর থেকেই একের পর এক বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন তিনি।

510

প্রথম দিকে বিজ্ঞাপনে কাজ করার পরও মিলত না টাকা। ২০ লক্ষ টাকা পাননি তিনি। তবুও থেমে থাকেনি তাঁর পথ।

610

স্পষ্ট হিন্দি বলতে পারতেন না নোরা। তাই একাধিক ছবি থেকে বাদ পড়তে হত তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি।

710

অনেকেই তাঁকে জানিয়েছিলেন যে নাচ দিয়ে কেরিয়ার শুরু করলে অনেকেই মনে করবেন যে তিনি আইটেম ডান্সার। নায়িকা হয়ে ওঠা হবে না। কিন্তু তিনি যে সুযোগ পেয়েছেন তা মুহূর্তে হাতে তুলে নিতেন।

810

অনেকেই মনে করতেন যে তিনি দিলবর গানের মধ্যে দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। কিন্তু তা বাস্তব নয়। তিনি মনে করেন না করিয়ে গানের মধ্যে দিয়েই তাঁর ভাগ্য ফেরে।

910

এখন নোরা বলিউডের প্রতিষ্টিত ডান্সার ও অভিনেত্রী। তাঁর প্রতিটি নাচেই নতুন কিছু না কিছু দেখার সুযোগ হয় ভক্তদের।

1010

নাচের মধ্যে দিয়ে বিশেষ স্পেশাল কিছু তুলে ধরতে অনেকবার আহত হন তিনি। তবুও সেরাটাই সকলকে উপহার দিতে পছন্দ করেন তিনি।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories