কঙ্গনা রানাওয়াত একের পর এক বিপাকে পড়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে। মুখ খুলতেই বিপত্তি।
29
এবার বেআইনি নির্মাণের জেরে বিএমসি-র চোখ কঙ্গনার খারের ফ্ল্যাট। তাঁর বাড়ির একাধিক অংশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
39
২০১৩ সালে এই ফ্ল্যাটটি কিনে ছিলেন কঙ্গনা রানাওয়াত। তবে থেকেই নাকি ফ্ল্যাট ঘিরে অভিযোগ।
49
সূত্রের খবর অনুযায়ী, কঙ্গনা রানাওয়াক অর্কিড ব্রিজের পাঁচ তলায় তিনটি ফ্ল্যাটই একই সঙ্গে কিনেছিলেন।
59
সেই তিনটে ফ্ল্যাটকেই নাকি কঙ্গনা একসঙ্গে জুড়ে দিয়েছিলেন।
69
যা নিয়ে ২০১৮ সালে অভিযোগ করেছিল বিএমসি। কোন জোন জায়গা ঠিক নেই, তার তালিকাও প্রকাশ্যে আনা হয়েছিল।
79
সিঁড়ির সামনে অবৈধ জরদা থেকে শুরু করে তিনটি ফ্ল্যাট এক করতে গিয়ে পাঁচিল ফেলে দেওয়া
89
জানলাকে বারান্দা হিসেবে ব্যবস্থার করা। যত্রতত্র নির্মাণের কাজ চালানো হয়েছে বলেই দাবি করেছিল বিএমসি।
99
আবারও মাথাচারা দিয়ে উঠল সেই পুরোনো একাধিক অভিযোগ যার জেরে সমস্যার মুখে পড়তে হবে পারে কঙ্গনাকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।