নিশানায় এবার কঙ্গনার বাড়ি, বেআইইনি নির্মাণ ঘরের কোন কোন জায়গায়, প্রকাশ্যে তালিকা

অফিসের পালা শেষ তা কীভাবে তচ্ছনচ্ছ করে দেওয়া হয়েছে তা এতদিনে সকলেরই চোখে পড়েছে। এবার এসপ্তাহ কাটতে না কাটতেই কঙ্গনার খারের বাড়ি নিয়ে উঠল প্রশ্ন। সেখানেও নাকি বেআইনি নির্মাণ। কোন কোন জায়গায়, তাও খোলসা করে জানিয়ে দেওয়া হল। এবার আর কোনও লুকোচুরি নয়। কোমড় বেঁধেই নামতে চলেছে বিএমসি। 

Jayita Chandra | Published : Sep 13, 2020 11:40 AM IST
19
নিশানায় এবার কঙ্গনার বাড়ি, বেআইইনি নির্মাণ ঘরের কোন কোন জায়গায়, প্রকাশ্যে তালিকা

কঙ্গনা রানাওয়াত একের পর এক বিপাকে পড়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে। মুখ খুলতেই বিপত্তি। 

 

29

এবার বেআইনি নির্মাণের জেরে বিএমসি-র চোখ কঙ্গনার খারের ফ্ল্যাট। তাঁর বাড়ির একাধিক অংশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 

39

২০১৩ সালে এই ফ্ল্যাটটি কিনে ছিলেন কঙ্গনা রানাওয়াত। তবে থেকেই নাকি ফ্ল্যাট ঘিরে অভিযোগ।

49

সূত্রের খবর অনুযায়ী, কঙ্গনা রানাওয়াক অর্কিড ব্রিজের পাঁচ তলায় তিনটি ফ্ল্যাটই একই সঙ্গে কিনেছিলেন। 

59

সেই তিনটে ফ্ল্যাটকেই নাকি কঙ্গনা একসঙ্গে জুড়ে দিয়েছিলেন। 

69

যা নিয়ে ২০১৮ সালে অভিযোগ করেছিল বিএমসি। কোন জোন জায়গা ঠিক নেই, তার তালিকাও প্রকাশ্যে আনা হয়েছিল। 

79

সিঁড়ির সামনে অবৈধ জরদা থেকে শুরু করে তিনটি ফ্ল্যাট এক করতে গিয়ে পাঁচিল ফেলে দেওয়া

89

জানলাকে বারান্দা হিসেবে ব্যবস্থার করা। যত্রতত্র নির্মাণের কাজ চালানো হয়েছে বলেই দাবি করেছিল বিএমসি।

99

আবারও মাথাচারা দিয়ে উঠল সেই পুরোনো একাধিক অভিযোগ যার জেরে সমস্যার মুখে পড়তে হবে পারে কঙ্গনাকে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos