বক্ষের খাঁজে স্টার, তাতেই চাপা পরে আছে বক্ষ বিভাজিকা। নুসরতের (Nusrat Bharucha) লুক থেকে শুরু করে তাঁর পোশাক, স্টাইল সবেতেই বুঁদ নেট পাড়া। নুসরত, বিটাউনের এমন এক হট স্টার (Bollywood Star), যার লুক থেকে শুরু করে নটখট অভিনয়, দর্শকদের নজরে তিনি নিজের এক আলাদা জায়গা করেই রেখেছেন। স্লিম ফিট ফিগার থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট এক কথায় সবেটেই হিট তিন।